menu-iconlogo
huatong
huatong
avatar

Mone Ki Royeche Bodhu ("Byomkesh Hotyamancha")

Manomay Bhattacharya/Madhurima Dutta Choudhuryhuatong
mike_nzohuatong
歌詞
作品
মনে কী রয়েছে, বঁধু, মুখে যদি বলো

দখিন হাওয়ার কাছে কথা রয়ে গেল

মেঘের কিনারে আজ কোন সে আলো

তোমার মনের পাড়ে মন রাঙালো

মধুরাত যায়, বঁধু, ছল না ছলনা

সে কথা বলো না, বলো না, বলো না

মনে কী রয়েছে, বঁধু, মুখে যদি বলো

দখিন হাওয়ার কাছে কথা রয়ে গেল

সব দিয়ে তাই আজ তোমাকে হারাই

আঁধার কোণে শুধু মন রেখে যাই

কোন দূরে জ্বলে আলেয়ার আলো

ফুরায় ফাগুন দেখো, একবার বলো

মনে কী রয়েছে, বঁধু, মুখে যদি বলো

দখিন হাওয়ার কাছে কথা রয়ে গেল

ভ্রমরের গুঞ্জনে কে ডাকে আমায়

কোন সে হারানো সূর আজ ভেসে যায়

বুকেরই মাঝে সেই জোয়ার ভাটায়

বলবে কী আজ যেন, শুধু ভুলে যায়

মনে কী রয়েছে, বঁধু, মুখে যদি বলো

দখিন হাওয়ার কাছে কথা রয়ে গেল

মেঘের কিনারে আজ কোন সে আলো

তোমার মনের পাড়ে মন রাঙালো

মধুরাত যায়, বঁধু, ছল না ছলনা

সে কথা বলো না, বলো না, বলো না

সে কথা বলো না, বলো না, বলো না

সে কথা বলো না, বলো না, বলো না

更多Manomay Bhattacharya/Madhurima Dutta Choudhury熱歌

查看全部logo

猜你喜歡