রঙিলা রঙিলা রঙিলা রে রঙিলা (0.33)
রঙিলা রঙিলা রঙিলা রে(0.40)
আমারে ছাড়িয়ারে বন্ধু
কই গেলা রে
বন্ধু রঙিলা রঙিলা রঙিলা রে রঙিলা
কই গেলা রে বন্ধু কই রইলা রে
কই গেলা রে বন্ধু কই রইলা রে
আমারে ছাড়িয়ারে বন্ধু
কই গেলা রে
বন্ধু রঙিলা রঙিলা রঙিলা রে রঙিলা
--------------------
তুমি হইও চান্দ রে বন্ধু(1.40)
আমি গাঙের পানি
জোয়ারে ভাটাতে হবে
নিতুই জানাজানি রে বন্ধু
নিতুই জানাজানি
তুমি হইও ফুল রে বন্ধু
আমি হবো হাওয়া
দেশ বিদেশে ফিরবো আমি
হইয়া পাগেলা রে, দেশ বিদেশে
দেশ বিদেশে ফিরবো আমি
হইয়া পাগেলারে
হইয়া মাতেলা রে
----
হইয়া পাগেলারে(2.26)
আমারে ছাড়িয়ারে বন্ধু
কই রইলা রে
বন্ধু রঙিলা রঙিলা রঙিলা রে রঙিলা
-------------------
সেকালে কইছিলোরে বন্ধু(3.00)
হস্ত দিয়া মাথে
তোমার মালার ফুল হইয়া
ফুইটা রব সাথে রে
ফুইটা রব সাথে
খালি কণ্ঠ খালি রইল
না পরিলাম মালা
না আইলো মোর প্রাণের পতি
(হায় হায় রে…) না আইলো
না আইলো মোর প্রাণের পতি
ডুইবা গেলো বেলা রে
ডুইবা গেলো বেলা
রঙিলা রঙিলা রঙিলা রে রঙিলা(3.44)
রঙিলা রঙিলা রঙিলা রে
আমারে ছাড়িয়ারে বন্ধু
কই গেলা রে
কই গেলা রে বন্ধু কই রইলা রে
কই গেলা রে বন্ধু কই রইলা রে
আমারে ছাড়িয়ারে বন্ধু
কই গেলা রে
বন্ধু রঙিলা রঙিলা রঙিলা রে রঙিলা
***Shrabon's Notebook***