menu-iconlogo
huatong
huatong
avatar

Jodi Mon Kade (যদি মন কাঁদে) Flute Version

Meher Afroze Shawonhuatong
Rownok_Rony🎶BD💜AMB🇧🇩huatong
歌詞
作品
যদি মন কাঁদে,

তুমি চলে এসো, চলে এসো, এক বরষায়...

যদি মন কাঁদে,

তুমি চলে এসো, চলে এসো, এক বরষায়...

এসো ঝর ঝর বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে

যদি কোমলও শ্যামলও ছায়।

চলে এসো, তুমি চলে এসো এক বরষায়

যদি মন কাদে, তুমি চলে এসো, এক বরষায়...

যদিও তখন আকাশ থাকবে বৈরী,

কদমও গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি...

যদিও তখন আকাশ থাকবে বৈরী,

কদমও গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি...

উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো

ঝলকে ঝলকে নাচিবে বিজলি আলো

তুমি চলে এসো চলে এসো এক বরষায়

যদি মন কাদে তুমি চলে এসো চলে এসো এক বরষায়...

নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে

মেঘমল্লো বৃষ্টিরও মনে মনে

নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে

মেঘমল্লো বৃষ্টিরও মনে মনে

কদমও গুচ্ছ খোপায় জরায়ে দিয়ে

জলভরা মাঠে নাচিবো তোমায় নিয়ে..

চলে এসো, চলে এসো এক বরষায়

যদি মন কাদে, তুমি চলে এসো, চলে এসো

চলে এসো এক বরষায়...

更多Meher Afroze Shawon熱歌

查看全部logo

猜你喜歡

Jodi Mon Kade (যদি মন কাঁদে) Flute Version Meher Afroze Shawon - 歌詞和翻唱