আপলোড / সোহেল 
ইত্যাদি ফ্যামিলি 
---------------------------------------------- 
আরে ও সোনার চান নিলি কোন আসমানে স্থান 
কোন দোষেতে এই আসমানটা করলি রে শ্মশান 
আরে ও সোনার চান নিলি কোন আসমানে স্থান 
কোন দোষেতে এই আসমানটা করলি রে শ্মশান 
তুই নাকি দিবি না ফাকি করবি না কোন চালাকি 
এই কি তার প্রমাণ ,,,,,, 
আরে ও সোনার চান নিলি কোন আসমানে স্থান 
কোন দোষেতে এই আসমানটা করলি রে শ্মশান 
কোন দোষেতে এই আসমানটা করলি রে,,, শ্মশান,,,, 
------------------------------------------------ 
আপলোড / সোহেল 
ইত্যাদি ফ্যামিলি 
----------------------------------------------- 
যন্ত্রণারি শিকল বেরি দিয়া গেলি পায় ,,,, 
ছলনারী তীর মারিলি সোজা কলিজায় 
যন্ত্রণারি শিকল বেরি দিয়া গেলি পায় ,,,,, 
ছলনারী তীর মারিলি সোজা কলিজায় 
সইতাম কত তোর অত্যাচার 
কেমনে করলি এই ব্যবহার ওরে ও পাষাণ 
আরে ও সোনার চান নিলি কোন আসমানে স্থান 
কোন দোষেতে এই আসমানটা করলি রে শ্মশান 
আরে ও সোনার চান নিলি কোন আসমানে স্থান 
কোন দোষেতে এই আসমানটা করলি রে,,, শ্মশান,,,, 
---------------------------------------------- 
আপলোড / সোহেল 
ইত্যাদি ফ্যামিলি 
---------------------------------------------- 
বুঝি নাই তোর ছলচাতুরি নিখুঁত অভিনয় ,,,,,, 
বুঝলে কি আর আজকে আমার এই পরিণাম হয়, 
বুঝি নাই তোর ছলচাতুরি নিখুঁত অভিনয় ,,,,,, 
বুঝলে কি আর আজকে আমার এই পরিণাম হয়, 
দিনে কান্দি রাতে কান্দি যদি রাখতে পারতাম বান্দী 
ফুরাইতো না প্রাণ,,,,, 
আরে ও সোনার চান নিলি কোন আসমানে স্থান 
কোন দোষেতে এই আসমানটা করলি রে শ্মশান 
আরে ও সোনার চান নিলি কোন আসমানে স্থান 
কোন দোষেতে এই আসমানটা করলি রে,,, শ্মশান