menu-iconlogo
huatong
huatong
moheener-ghoraguli-tomay-dilam-cover-image

Tomay Dilam

Moheener Ghoragulihuatong
moesgirlushuatong
歌詞
作品
শহরের উষ্ণতম দিনে

পিচগলা রোদ্দুরে

বৃষ্টির বিশ্বাস

তোমায় দিলাম আজ

আর কি বা দিতে পারি

পুরনো মিছিলে পুরনো ট্রামেদের

সারি

ফুটপাথ ঘেঁষা বেলুন গাড়ি

সুতো বাঁধা যত লাল আর সাদা

ওরাই আমার থতমত এই শহরে

রডোডেনড্রন

তোমায় দিলাম আজ (2)

কি আছে আর

গভীর রাতের নিয়ন আলোয়

আলোকিত যত রেস্তোঁরা

সব থেকে উঁচু ফ্ল্যাটবাড়িটার

সব থেকে উঁচু ছাত

তোমায় দিলাম আজ

পারবোনা দিতে

ঘাস ফুল আর ধানের গন্ধ

স্নিগ্ধ যা কিছু দুহাত ভরে

আজ ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের

আজন্ম আশ্বাস

তোমায় দিলাম আজ

শহরের কবিতার ছবি

সবই তোমায় দিলাম আজ

আর কি বা দিতে পারি

পুরনো মিছিলে পুরনো ট্রামেদের

সারি

ফুটপাথ ঘেঁষা বেলুন গাড়ি

সুতো বাঁধা যত লাল আর সাদা

ওরাই আমার থতমত এই শহরে

রডোডেনড্রন

তোমায় দিলাম

তোমায় দিলাম

তোমায় দিলাম

更多Moheener Ghoraguli熱歌

查看全部logo

猜你喜歡