menu-iconlogo
huatong
huatong
avatar

প্রেমের বাত্তি জালাইয়া premer batti jalai

Momotaz মমতাজhuatong
shallisey_27huatong
歌詞
作品

༆MD.NASIR HOSSAIN

প্রেমের বাত্তি জালাইয়া, আমারে ফালাইয়া

পালাইয়া কেনো গেলা ঢাকায়..

সবকিছু কি মিলে টাকায় বন্ধুরে,

সব কিছু কি মিলে টাকায়

প্রেমের বাত্তি জালাইয়া, আমারে ফালাইয়া

পালাইয়া কেনো গেলা ঢাকায়..

সবকিছু কি মিলে টাকায় বন্ধুরে,

সব কিছু কি মিলে টাকায়

༆MD.NASIR HOSSAIN

টাউনের ঐ মেমসাবেরা পিরিতের কি বুঝে

নিজের প্রয়োজনে শুধু টাকাওয়ালা খোঁজে

༆MD.NASIR HOSSAIN

টাউনের ঐ মেমসাবেরা পিরিতের কি বুঝে

নিজের প্রয়োজনে শুধু টাকাওয়ালা খোঁজে

তাদের নাইরে শরম লাজ তারা পারে সকল কাজ

তাদের নাইরে শরম লাজ তারা পারে সকল কাজ

ভোলাইয়া রাখে প্রেমের ছলনায়...

সবকিছু কি মিলে টাকায় বন্ধুরে,

সব কিছু কি মিলে টাকায়

༆MD.NASIRHOSSAIN

গাছের তলে বসে একদিন হাত রাখিয়া হাতে

শপথ করেছিলা বন্ধু থাকবো আমার সাথে...

༆MD.NASIR HOSSAIN

গাছের তলে বসে একদিন হাত রাখিয়া হাতে

শপথ করেছিলা বন্ধু থাকবো আমার সাথে..

তোমায় আপন জানিয়া নিলাম বুকে টানিয়া

তোমায় আপন জানিয়া নিলাম বুকে টানিয়া

দেখেছে আকাশের চাঁদ তারায়...

সবকিছু কি মিলে টাকায় বন্ধুরে,

সব কিছু কি মিলে টাকায়

༆MD.NASIR HOSSAIN

কইলাম তোমায় স্টিশনে,দিয়া খনটি দোকান

সারাদিনে বেচবা তুমি জর্দা দিয়া খিলি পান

༆MD.NASIR HOSSAIN

কইলাম তোমায় স্টিশনে,দিয়া খনটি দোকান

সারাদিনে বেচবা তুমি জর্দা দিয়া খিলি পান

আমি ভাত রান্ধিয়া মাথার চুল বান্ধিয়া

আমি ভাত রান্ধিয়া মাথার চুল বান্ধিয়া

বসিয়া থাকবো তোমার আশায়,,

সবকিছু কি মিলে টাকায় বন্ধুরে,

সব কিছু কি মিলে টাকায়

প্রেমের বাত্তি জালাইয়া, আমারে ফালাইয়া

পালাইয়া কেনো গেলা ঢাকায়,,

সবকিছু কি মিলে টাকায় বন্ধুরে,

সব কিছু কি মিলে টাকায়

প্রেমের বাত্তি জালাইয়া, আমারে ফালাইয়া

পালাইয়া কেনো গেলা ঢাকায়,,

সবকিছু কি মিলে টাকায় বন্ধুরে,

সব কিছু কি মিলে টাকায়

Thanks

更多Momotaz মমতাজ熱歌

查看全部logo

猜你喜歡