menu-iconlogo
huatong
huatong
avatar

ফাইট্টা যায় Faitta Jay Bukta Faitta Jay

Momtaz Begumhuatong
slave4sonnyhuatong
歌詞
作品
FOLLOW BY HUSSAIN

SONG FAITTA JAY BUKTA FAITTA JAY

SINGER MOMTAZ

ফাইট্টা যায়

বুকটা ফাইট্টা যায়

ফাইট্টা যায়

বুকটা ফাইট্টা যায়

বন্ধু যখন বউ লইয়া,

আমার বাড়ির সামনে দিয়া

বন্ধু যখন বউ লইয়া,

আমার বাড়ির সামনে দিয়া

রঙ্গ কইরা হাইট্টা যায়

ফাইট্টা যায়

বুকটা ফাইট্টা যায়

ফাইট্টা যায়

বুকটা ফাইট্টা যায়

বন্ধু যখন বউ লইয়া,

আমার বাড়ির সামনে দিয়া

বন্ধু যখন বউ লইয়া,

আমার বাড়ির সামনে দিয়া

রঙ্গ কইরা হাইট্টা যায়

ফাইট্টা যায়

বুকটা ফাইট্টা যায়

ফাইট্টা যায়

বুকটা ফাইট্টা যায়

FOLLOW BY HUSSAIN

বন্ধুর সাথে করলাম পিরিত সাড়ে তিন বছর

সেই বন্ধু কেমনে আমার হইয়া গেলো পর

আঁচলেরই তলে কইরা রজকিনীর মত

কৈ মাছ ভাইজ্জা বন্ধুরে খাওয়াইলাম কত

সেই বন্ধু ইউসুফ হইয়া,

আমি জুলেখারে থুইয়া

সেই বন্ধু ইউসুফ হইয়া,

আমি জুলেখারে থুইয়া

কেমনে কইরা ফুইট্টা যায়

ফাইট্টা যায়

বুকটা ফাইট্টা যায়

ফাইট্টা যায়

বুকটা ফাইট্টা যায়

FOLLOW BY HUSSAIN

রাইত বিরাইতে বন্ধুর জন্য হইলাম ঘরের বাইর

লাইলীর মত খাইলাম কত বাবার হাতে মাইর

শিরির মত কত আঘাত সইলাম আমি গায়

যুগের পর যুগ রইলাম আমি বন্ধুর অপেক্ষায়

সেই বন্ধু সরল পাইয়া,

মধুর মধুর কথা কইয়া

বন্ধু আমায় সরল পাইয়া

মধুর মধুর কথা কইয়া

ফুলের মধু লুইট্টা খায়

ফাইট্টা যায়

বুকটা ফাইট্টা যায়

ফাইট্টা যায়

বুকটা ফাইট্টা যায়

FOLLOW BY HUSSAIN

মাথার কিরা খাইয়া বন্ধু ফালাইলো প্যাঁচে

চিড়ার তরে হীরা বন্ধু আমার কাছেই ব্যাচে

যে বন্ধু ছিল আমার সাত রাজার ধন

আমি ছিলাম বন্ধুর কাছে কত যে আপন

কয় সরকার শাহ আলমে সেই প্রেমই ধরাধামে

কয় সরকার শাহ আলমে সেই প্রেমই ধরাধামে

কেমন করে ছুইট্টা যায়

ফাইট্টা যায়

বুকটা ফাইট্টা যায়

ফাইট্টা যায়

বুকটা ফাইট্টা যায়

বন্ধু যখন বউ লইয়া,

আমার বাড়ির সামনে দিয়া

বন্ধু যখন বউ লইয়া,

আমার বাড়ির সামনে দিয়া

রঙ্গ কইরা হাইট্টা যায়

ফাইট্টা যায়

বুকটা ফাইট্টা যায়

ফাইট্টা যায়

বুকটা ফাইট্টা যায়

বন্ধু যখন বউ লইয়া,

আমার বাড়ির সামনে দিয়া

বন্ধু যখনবউ লইয়া,

আমার বাড়ির সামনে দিয়া

রঙ্গ কইরা হাইট্টা যায়

ফাইট্টা যায়

বুকটা ফাইট্টা যায়

ফাইট্টা যায়

বুকটা ফাইট্টা যায়

THANK YOU

更多Momtaz Begum熱歌

查看全部logo

猜你喜歡