মায়ের কাঁন্দন যাবত জীবন
দু’চার মাস বইনের কাঁন্দন রে
ওরে ঘরের পরিবারের কাঁন্দন
কয়েক দিন পরে থাকেনা
দূঃখের ও দরদী আমার জনম দুঃখী মা
FOLLOW ME
RSB
মায়ের কাঁন্দন যাবত জীবন
দু’চার মাস বইনের কাঁন্দন রে
ওরে ঘরের পরিবারের কাঁন্দন
কয়েক দিন পরে থাকেনা
দূঃখের ও দরদী আমার জনম দুঃখী মা
গর্ভধারিণী মা জনম দুঃখীনি মা
দূঃখের ও দরদী আমার জনম দুঃখী মা
FOLLOW ME
RSB
দশ মাস দশ দিন মায়ে গর্ভে দিলেন ঠাঁই
রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই
ভূমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া
শান্ত করিলো মায়ের বুকের দুগ্ধ দিয়া
মায়ের প্রসবের কালে
বুক ভেসে যায় নয়ন জ্বলে রে
ও মা সন্তানেরে লইয়া কোলে
ভুলে প্রসব যন্ত্রণা
দূঃখের দরদী আমার জনম দুঃখী মা
গর্ভধারিণী মা জনম দুঃখীনি মা
দূঃখের দরদী আমার জনম দুঃখী মা
FOLLOW ME
RSB
লেংড়া আতুর কানা খোড়া হইলে পরে ছেলে
ধুলা জাইড়া মায়ে টান দিয়া লয় কুলে
পুত্র যদি কু পুত্র হয় মায়ে নাহি ফেলে
হাজার দোষ গোপন রাখিয়া তবু মায়ে পালে
শাহা আলম ভেবে বলে
জান্নাত মায়ের চরণ তলে রে
তোরা দেখ বুখারি হাদিস খুলে
করছে নবী ঘোষনা
দূঃখের দরদী আমার জনম দুঃখী মা
গর্ভধারিণী মা জনম দুঃখীনি মা
দূঃখের ও দরদী আমার জনম দুঃখী মা
মায়ের কান্দন যাবত জীবন
দু’চার মাস বোনের কান্দন রে
ওরে ঘরের পরিবারের কাঁন্দন
কয়েক দিন পরে থাকেনা
দূঃখের ও দরদী আমার জনম দুঃখী মা
গর্ভধারিণী মা জনম দুঃখীনি মা
দূঃখের ও দরদী আমার জনম দুঃখী মা