menu-iconlogo
huatong
huatong
mr-hossain--cover-image

তোর মনের পিঞ্জিরায় কারে দিলি ঠাঁই

M.r-Hossainhuatong
🇧🇩M.R-Hossain💔🄻🅂🅿️huatong
歌詞
作品
তোর মনের পিঞ্জিরায় কারে দিলি ঠাঁই

_____🌺🌺L💔R🌺🌺____

Upload_By_🇧🇩M.R-Hossain

আরে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার

তবুও সে পাষাণ বন্ধু হইলো না আমার

আমার দুঃখে কাঁন্দে আকাশ কাঁন্দেরে জমিন

নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন

যার কারণে ছাড়লাম আমি জগত সংসার

তবুও সে পাষাণ বন্ধু হইলো ন। আমার

আমার দুঃখে কাঁন্দে আকাশ কাঁন্দেরে জমিন

নিদয়া তুই পাষাণ বন্ধু এতো রে কঠিন

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই

কারে এতো করলি আপন পর করে আমায়

তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ

তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই

কারে এত করলি আপন পর করে আমায়

তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ

তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ

🌺My Family💞🄻🅂🅿️ 💞 Id🌺_128738

জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো

তুই ছাড়া একলা আমি ক্যামনে থাকি ভালো ?

এ ভরা জোছনায় তুই কার পাশে ?

কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে

জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো

তুই ছাড়া একলা আমি ক্যামনে থাকি ভালো ?

এ ভরা জোছনায় তুই কার পাশে ?

কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে ?

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই

কারে এতো করলি আপন পর করে আমায়

তুই ভালো থাকিস বন্ধু আমা সুখে থাকিস রোজ

তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ

🌺Party🥀Room🥀

Room-I'd🌺_244005

Room-I'd🌺_18866

এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই

রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়

তখন যদি হায় তোরে না পাই

নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই

এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই

রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়

তখন যদি হায় তোরে না পাই

নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই

কারে এতো করলি আপন পর করে আমায়

তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ

তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ

____Thanks💔Everyone____

更多M.r-Hossain熱歌

查看全部logo

猜你喜歡