menu-iconlogo
huatong
huatong
avatar

লোকে বলে মন দিলে Loke bole mon dile

Mujib Pardeshihuatong
libricinohuatong
歌詞
作品
লোকে বলে..মন দিলে..

মন পাওয়া যায় সই...............

আমি বলি..না...........

মন শুধুই নিতে জানে গো...

দিতে জানে না, বন্ধু

দিতে জানে না...বন্ধুরে...

লোকে বলে..মন দিলে..

মন পাওয়া যায় সই...............

আমি বলি..না...........

মন শুধুই নিতে জানে গো...

দিতে জানে না, বন্ধু

দিতে জানে না...বন্ধুরে...

জানতাম যদি মন দিয়া..

কেনো এমন হয়.......

পিরিত বান্ধাইয়া মোরে...

নিজে দূরে রয়...

জানতাম যদি মন দিয়া..

কেনো এমন হয়.......

পিরিতে বান্ধাইয়া মোরে...

নিজে দূরে রয়...

একি রে পিরিতের রীতি বন্ধু

একি রে পিরিতের রীতি বন্ধু

আগে জানতাম না.......

মন শুধুই নিতে, জানে গো....

দিতে জানেনা,বন্ধু

দিতে জানেনা...বন্ধুরে...

সরলে গরল মিশাইয়া...

কান্ধাইলি আমারে...

সরলে গরল মিশাইয়া...

কান্ধাইলি আমারে...

এই কলঙ্কের বিচার, তোমায় গো...

ধর্মে যেনো, করে বন্ধু..

ধর্মে যেনো,করে...বন্ধু..রে

শুনো শুনো নগর বাসি.

শুনো আমার গান........

আমার মত......

পিরিত কইরা, দিওনা কেউ প্রাণ..

শুনো শুনো গ্রাম বাসি..

শুনো আমার গান........

আমার মত......

পিরিত কইরা, দিওনা কেউ প্রাণ..

জ্বালা শুধুই দিতে জানে বন্ধু

জ্বালা শুধু..দিতে জানে বন্ধু

জ্বলতে জানেনা......

মন শুধুই,নিতে জানে গো...

দিতে জানে না, বন্ধু

দিতে জানে না...বন্ধুরে...

লোকে বলে..

মন দিলে..

মন পাওয়া যায় সই...............

আমি বলি..না...........

মন শুধুই নিতে জানে গো...

দিতে জানে না, বন্ধু

দিতে জানে না...বন্ধুরে...

更多Mujib Pardeshi熱歌

查看全部logo

猜你喜歡