menu-iconlogo
huatong
huatong
avatar

Nilanjona

Nachiketa Chakrabortyhuatong
peggythompson88huatong
歌詞
作品
লাল ফিতে সাদা মোজা সু স্কুলের ইউনিফর্ম

ন’টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম

পড়া ফেলে এক ছুট ছুট্টে রাস্তার

মোড়ে,

দেখে,

সাইরেন মিস করা দোকানীরা দেয় ঘড়িতে দম

এরপর একরাশ কালো কালো ধোঁয়া

স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া

এরপর বিষন্ন দিন বাজেনা মনোবীণ

অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘ দিন

হাজার কবিতা বেকার সবই তা (2 )

তার কথা কেউ বলে না

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা (2 )

সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়

রক থাকতো ভরে কিছু বখাটে ছোড়ায়

হিন্দি গানের কলি

সদ্য শেখা গালাগালি

একঘেয়ে হয়ে যেত সময় সময়

তখন উদাস মন ভোলে মনরঞ্জন

দাম দিয়ে যন্ত্রনা কিনতে চায়

তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা

ও মনের গভীরতা জানতে চায়

যখন খোলা চুলে হয়তো মনের ভুলে

তাকাতো সে অবহেলে দু’চোখ মেলে

হাজার কবিতা বেকার সবই তা

তার কথা কেউ বলে না

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা

অংকের খাতা ভরা থাকতো আঁকায়

তার ছবি তার নাম পাতায় পাতায়

হাজার অনুষ্ঠান প্রভাত ফেরীর গান

মন দিন গুনে এই দিনের আশায়

রাত জেগে নাটকের মহরায় চঞ্চল

মন শুধু সে ক্ষনের প্রতিক্ষায়

রাত্রির আঙ্গিনায়

যদি খোলা জানালায়

একবার একবার যদি সে দাড়ায়

বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন

নিজেতে ছিলো মগ্ন এ প্রানপণ

হাজার কবিতা বেকার সবই তা

তার কথা কেউ বলে না

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা…

更多Nachiketa Chakraborty熱歌

查看全部logo

猜你喜歡