bay
FOUNDER OF GBM GROUP
চান্দের মত মুখটি যখন
ভাসত নয়ন জলে
আদর কইরা মুইছা দিতাম গালে
ঘাটে আইসা পাশে বইসা
জড়াইতো এ বুকে
ভুলব আমি এই কথা কেমনে
তবে ভালো ক্যান বাসিলা
স্বপ্ন কেনো দেখাইলা
ভালো ক্যান বাসিলা আমারে
লাল শাড়ি পরিয়া কন্যা
রক্ত আলতা পায়..
আমার চোখের জল মিশাইলা
নিলানা বিদায়..
তুমি ফিরাও চাইলা না একবার
চইলা গেলা হায়
জানি আজ রাতে হইবা পরের
আর ভাইব না আমায়
Flow me GBM
GBM OFFICIAL ID
চার বেহারার পালকি কইরা
যখন গেলা সামনে দিয়া
শেষ দেখাও দিলা না আমারে
ফিরা আইসা দেখবা তুমি
চইলা গেছি জগত ছাড়ি
পাইবা শুধু আমায় স্বপনে
তুমি কান্দিয়া ডাকিবা
তভু না পাইবা
কান্দিয়া ডাকিবা আমারে
লাল শাড়ি পরিয়া কন্যা
রক্ত আলতা পায়..
আমার চোখের জল মিশাইলা
নিলানা বিদায়..
তুমি ফিরাও চাইলা না একবার
চইলা গেলা হায়
জানি আজ রাতে হইবা পরের
আর ভাইব না আমায়
Thank you so much