menu-iconlogo
huatong
huatong
nihas-jaan-tumi-cover-image

Jaan Tumi

NihAshuatong
💜●◉𝙉𝙄𝙃𝘼𝙎◉●💜🇧🇩𝙄𝘿𝙊𝙇,huatong
歌詞
作品
?M-তোমাকে দেখার পর

মনে হল তুমি আমার সব

?F-লাগেনা ভালো তুমি ছাড়া

এটাই বুঝি অনুভব

?M-মায়াবী হাসিতে আবেগে দোলাতে

কেড়ে নিয়েছোএই মন‌‌,,,,,,,,

জান তুমি আমারি জান,,

প্রাণ তুমি আমার প্রাণ

?F-জান তুমি আমার জান,,,

প্রাণ তুমি আমার প্রাণ

?M-নীল আকাশে ডানা মেলে

ওই দূরে পাখি রায় উড়ে

তোমায় নিয়ে মন আমার

স্বপ্ন বুনে শুধু স্বপ্ন বুনে

?F-নীল আকাশে ডানা মেলে

ওই দূরে পাখি রায় উড়ে

তোমায় নিয়ে মন আমার

স্বপ্ন বুনে শুধু স্বপ্ন বুনে

?M-মায়াবী হাসিতে আবেগে দোলাতে

কেড়ে নিয়েছোএই মন‌‌,,,,,,,,

?F-জান তুমি আমারি জান,,

প্রাণ তুমি আমার প্রাণ

?M-জান তুমি আমারি জান,,

প্রাণ তুমি আমার প্রাণ

?M-পাহাড়ে বুক চিরে যেমন ঝরনা বয়ে

তেমন করে থেকো পাশে

আমার হয়ে তুমি আমার হয়ে

?F পাহাড়ে বুক চিরে যেমন ঝরনা বয়ে

তেমন করে থেকো পাশে

আমার হয়ে তুমি আমার হয়ে

?M-মায়াবী হাসিতে আবেগে দোলাতে

কেড়ে নিয়েছোএই মন‌‌,,,,,,,,

?M-জান তুমি আমারি জান,,

প্রাণ তুমি আমার প্রাণ

?M-F-জান তুমি আমারি জান,,

প্রাণ তুমি আমার প্রাণ

ধন্যবাদ

更多NihAs熱歌

查看全部logo

猜你喜歡