menu-iconlogo
huatong
huatong
avatar

অসহায়। Oshohay

Noble Manhuatong
SheikhJayedhuatong
歌詞
作品
Song : Oshohay

Singer : Noble Man

Lyrics : Ahmed Risvy

Tune & composition : Ahmmed Humayun

💞Uplaod :Jahid💓Khan

💝JMC Lovers Family 269134/261141💖

Lyrice........

🎙️তোর খেয়ালে ডুবে থাকে

আমার রাত্রিদিন,

তবু কেন এই দূরত্ব

মেনে নেওয়া কঠিন।

ভুলে যাব কী করে, বলনা রে তুই

বল না আমাকে?

স্মৃতি কেন ফিরে আসে, চোখে ভাসে

কাঁদায় মনটাকে ..

আয় তুই কাছে ফিরে আয়

জড়িয়ে রাখ আমায়,

আয় সবকিছু ফেলে আয়

তোকে ছাড়া আমি অসহায়।।

💞Uplaod :Jahid💓Khan

💝JMC Lovers Family 269134/261141💖

Lyrice........

🎙️কী যে অস্থির লাগে

বুকে ব্যথা জাগে,

মন পুড়ে যায় বিরহের দাগে।

দেখ এই বুকের আগুন দেখ

কত জ্বলছে শিখা দেখ,

শুধু তোরই কারণে।

আয় তুই কাছে ফিরে আয়

জড়িয়ে রাখ আমায়,

আয় সবকিছু ফেলে আয়

তোকে ছাড়া আমি অসহায়।।

💞Uplaod :Jahid💓Khan

💝JMC Lovers Family 269134/261141💖

Lyrice........

🎙️আসেনা ঘুম চোখে

রাতের গল্প লেখে,

চোখ ভিজে যায় স্মৃতির অসুখে।

শোন এই হৃদয়ের কথা শোন

কত কষ্ট লুকানো,

শুধু তোরই বিহনে ..

আয় তুই কাছে ফিরে আয়

জড়িয়ে রাখ আমায়,

আয় সবকিছু ফেলে আয়

তোকে ছাড়া আমি অসহায়।

তোর খেয়ালে ডুবে থাকে

আমার রাত্রিদিন,

তবু কেন এই দূরত্ব

মেনে নেওয়া কঠিন।

ভুলে যাব কী করে, বলনা রে তুই

বল না আমাকে?

স্মৃতি কেন ফিরে আসে, চোখে ভাসে

কাঁদায় মনটাকে ..

আয় তুই কাছে ফিরে আয়

জড়িয়ে রাখ আমায়,

আয় সবকিছু ফেলে আয়

তোকে ছাড়া আমি অসহায়।।

💝💓🥀ধন্যবাদ🥀💓💝

更多Noble Man熱歌

查看全部logo

猜你喜歡