menu-iconlogo
huatong
huatong
palash-sen-vul-bujhe-choke-jao-cover-image

ভুল বুঝে চলে যাও Vul Bujhe Choke Jao

Palash Senhuatong
sandydewitallhuatong
歌詞
作品
ভুল বুঝে চলে যাও,

যত খুশি ব্যাথা দাও

ভুল বুঝে চলে যাও,

যত খুশি ব্যাথা দাও

সব ব্যাথা নীরবে সইবো বন্ধুরে,

তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে,

তোমার লেখা গান আমি গাইবো

মন গগনে ফুলবনে;

তুমি বনমালী

আমি তো সেদিন ছিলাম ;

প্রথম গানের কলি।

মন গগনে ফুলবনে;

তুমি বনমালী

আমি তো সেদিন ছিলাম ;

প্রথম গানের কলি

দুটি বীনা একটি সুর

ভালোবাসা কি মধুর

দুটি বীনা একটি সুর

ভালোবাসা কি মধুর

তোমায় ছেড়ে যত দূরে রইবো, বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইবো, বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইবো

যে গানেরই বিনিময়ে, ভালোবাসা বাসি

সেই গানের ছন্দে দিতাম, মুক্তাঝরা হাসি।

যে গানেরই বিনিময়ে, ভালোবাসা বাসি

সেই গানের ছন্দে দিতাম, মুক্তাঝরা হাসি।

মিলন রজনী; আজও তো ভুলিনি

মিলন রজনী; আজও তো ভুলিনি

বিরহ রাগিনী হয়ে বাজবো, বন্ধুরে।

তোমার লেখা গান আমি গাইবো,বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইবো

ভাই বল বন্ধু বল,

কেউ রবে না পাশে মাতাল

রাজ্জাকেরি ওপারের ডাক

যদি নেমে আসে।

ভাই বল বন্ধু বল,

কেউ রবে না পাশে মাতাল

রাজ্জাকেরি ওপারের ডাক

যদি নেমে আসে।

ধুলো কাদা মুছিয়া;

বন্ধুয়ার কাছে যাইয়া

ধুলো কাদা মুছিয়া;

বন্ধুয়ার কাছে যাইয়া

চরণে লুটিয়ে আমি রইব বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে,

তোমার লেখা গান আমি গাইবো

ভুল বুঝে চলে যাও,

যত খুশি ব্যাথা দাও

ভুল বুঝে চলে যাও,

যত খুশি ব্যাথা দাও

সব ব্যাথা নীরবে সইবো বন্ধুরে,

তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে,

তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে,

তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে,

তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে,

ধন্যবাদ

更多Palash Sen熱歌

查看全部logo

猜你喜歡