menu-iconlogo
logo

Bhalobashi

logo
歌詞
কীভাবে এত ভালোবাসো?

কেমন করে মায়ায় বাঁধো আমায়?

এভাবে স্বভাবে

তুমি মিশে থাকো এ হৃদয়-আঙিনায়

তুমি কেমন জানি, বুঝি না আমি

কেন মনে হয় তবু তুমি সবটাই

দিবানিশি কী যেন এখন

বাড়ির টানে যেমন চাতক মনটা

তোমার মতো আমার কেহ নাই, কেহ নাই

বুঝে যে আমায় পুরোটাই, পুরোটাই

তোমার মত আমার কেহ নাই

ভালোবাসি তোমায় পুরোটাই

ছোট ছোট বায়নাগুলো ভীষণ ভালো লাগে

আমার আপন বলতে তুমি সবকিছুর আগে

ছোট ছোট বায়নাগুলো ভীষণ ভালো লাগে

আমার আপন বলতে তুমি সবকিছুর আগে

বলতে পারি গল্পকথায়, লিখতে পারি ইচ্ছে-খাতায়

কম হবে তোমার তুলনা

ও, বলতে পারি গল্পকথায়, লিখতে পারি ইচ্ছে-খাতায়

কম হবে তোমার তুলনা

তোমার মতো আমার কেহ নাই, কেহ নাই

বুঝে যে আমায় পুরোটাই, পুরোটাই

তোমার মতো আমার কেহ নাই

ভালোবাসি তোমায় পুরোটাই

Bhalobashi Porshi/Raj Thillaiyampalam - 歌詞和翻唱