menu-iconlogo
logo

Shorgohara (Outro)

logo
歌詞
স্বর্গহারা নগর তারার শোকে চেয়ে থাকে রাতেরই আকাশে

সে সুখ খোঁজে আমার রাতেরই আকাশে

কোলাহল নীরব দেয়াল মাঝে

খেয়াল কে আর রাখে অচেনা এ রাতে?

খেয়াল কে আর রাখে অচেনা এ রাতে?

চেনা রাতে!

এই গান আঁধার রাতে ভেসে যাক তোমার কানে

হারানো সুরের মাঝে তোমাকেই শুধু হৃদয় চিনে

Shorgohara (Outro) Pritom Hasan/Emon Chowdhury - 歌詞和翻唱