menu-iconlogo
huatong
huatong
avatar

Amare Pagol Banaiya

Rafayelhuatong
🧚‍♂️💞🧚‍♀️ℝ𝕒𝕗𝕒𝕪𝕖𝕝🎸🌈huatong
歌詞
作品
আমারে পাগল বানাইয়া

দুরে দুরে থাইকো না

প্রেমে পুড়া এই অন্তরে

আর জ্বালা বাড়াইয়ো না

আমারে পাগল বানাইয়া

দুরে দুরে থাইকো না

প্রেমে পুড়া এই অন্তরে

আর জ্বালা বাড়াইয়ো না

আমারে পাগল বানাইয়া.....

দিবা নিশি তোমার কথা

সদায় মনে পড়ে

কি যাদু করিয়া বন্ধু

ভাব লাগাইলা অন্তরে

দিবা নিশি তোমার কথা

সদায় মনে পড়ে

কি যাদু করিয়া বন্ধু

ভাব লাগাইলা অন্তরে

প্রানটায় আমার ছটপট করে

প্রানটায় আমার ছটফট করে

বাড়ে শুধু যন্ত্রনা

প্রেমে পুড়া এই অন্তরে

আর জ্বালা বাড়াইয়ো না

আমারে পাগল বানাইয়া........

কতো ভালোবাসি তোমায়

কেনো তুমিই বুঝো না

তুমি হীনা এ জীবনে

কিছুই ভালো লাগে না

কতো ভালোবাসি তোমায়

কেনো তুমিই বুঝো না

তুমি হীনা এ জীবনে

কিছুই ভালো লাগে না আমার

একা ঘড়ে ঘুম আসে না

একা ঘড়ে ঘুম আসে না

করি তোমার কল্পনা

প্রেমে পুড়া এই অন্তরে

আর জ্বালা বাড়াইয়ো না

আমারে পাগল বানাইয়া.....

বন্ধু তুমি পাশে থাকলে

সব দুঃখ যাবো ভুলে

আদরও করিয়া তোমায়

রাখবো হৃদয় মহলে

বন্ধু তুমি পাশে থাকলে

সব দুঃখ যাবো ভুলে

আদরও করিয়া তোমায়

রাখবো হৃদয় মহলে

মেহেদী সরকারে বলে

মেহেদী সরকারে বলে

আমায় ছেড়ে যাইয়ো না

প্রেমে পড়া এই অন্তরে

আর জ্বালা বাড়াইয়ো না

আমারে পাগল বানাইয়া....

আমারে পাগল বানাইয়া

দুরে দুরে থাইকো না

প্রেমে পুড়া এই অন্তরে

আর জ্বালা বাড়াইয়ো না

আমারে পাগল বানাইয়া........

更多Rafayel熱歌

查看全部logo

猜你喜歡