menu-iconlogo
huatong
huatong
avatar

Its a Game

Raghavhuatong
RAGHAV🎸TRAM🎸SIDPERUhuatong
歌詞
作品
বন বন পৃথিবীটা ঘুরছে ঘুরছে শুধু,

চলছে নানান রঙের খেলা

বন বন পৃথিবীটা ঘুরছে ঘুরছে শুধু,

চলছে নানান রঙের খেলা

ট্র্যাপিজের সরু তারে হয়তো দুলছে কেউ

রাজনীতি, পাশা কারো জনসমুদ্রে ঢেউ

লক্ষ্য তো একটাই, ভাগ্য মুঠোতে চাই

ছুটছে সবাই সারা বেলা।

জিতে গেলে হিপ হিপ হুররে শুনবে তুমি

হেরে গেলেই শেম শেম

ইটস এ গেম, ইটস এ গেম, ইটস এ গেম

ইটস এ গেম, ইটস এ গেম, ইটস এ গেম

বিজয়ীরা বরাবর ভগবান এখানেতে,

পরাজিতরাই পাপী এখানে

রাম যদি হেরে যেত, রামায়ন লেখা হত

রাবন দেবতা হত সেখানে

বিজয়ীরা বরাবর ভগবান এখানেতে,

পরাজিতরাই পাপী এখানে

রাম যদি হেরে যেত, রামায়ন লেখা হত

রাবন দেবতা হত সেখানে

কেন পথ নিয়ে মাথাব্যাথা?

কেন পথ নিয়ে মাথা ব্যাথা, জেতাটাই বড় কথা

হেরে গেলেই শেম শেম

ইটস এ গেম, ইটস এ গেম, ইটস এ গেম

ইটস এ গেম, ইটস এ গেম, ইটস এ গেম

ভালোবাসা আসলেতে একটা চুক্তি জেনো,

অণুভূতি টনুভূতি মিথ্যে

কেউ দেবে নিরাপত্তা, কেউ বিশ্বাস

আসলে সবাই চায় জিততে

ভালোবাসা আসলেতে একটা চুক্তি জেনো,

অণুভূতি টনুভূতি মিথ্যে

কেউ দেবে নিরাপত্তা, কেউ বিশ্বাস

আসলে সবাই চায় জিততে

ভালোবাসা!

ভালবাসা আসলেতে পিটুইটারীর খেলা

আমরা বোকারা বলি প্রেম।

ইটস এ গেম, ইটস এ গেম, ইটস এ গেম

ইটস এ গেম, ইটস এ গেম, ইটস এ গেম

ইটস এ গেম, ইটস এ গেম, ইটস এ গেম

ইটস এ গেম, ইটস এ গেম, ইটস এ গেম

ইটস এ গেম, ইটস এ গেম, ইটস এ গেম

ইটস এ গেম, ইটস এ গেম, ইটস এ গেম

更多Raghav熱歌

查看全部logo

猜你喜歡