menu-iconlogo
huatong
huatong
raz-deetanveer-evan-shey-ki-janey---lo-fi-remix-cover-image

Shey Ki Janey - Lo-fi Remix

Raz Dee/Tanveer Evanhuatong
poisin_munkee_2003huatong
歌詞
作品
সে কি জানে আজও তুই কথা বলিস

আমার সাথে মনে মনে প্রতিদিন বেরঙিন?

সে কি তোর কথা ভাবে আমার মতো করে?

তোর চিঠি কি সে পড়ে একমনে মাঝরাতে?

একটু মুচকি হেসে তার কাছে চলে যাওয়া

সে তো যাওয়া নয়, দেখা হবে স্মৃতির গভীরে

সে কি জানে অভিমানে তোকে হাসাতে?

সে কি পারে বুকে ধরে তোকে ভোলাতে?

তোর প্রিয় গান কে গেয়ে শোনাবে?

বল আমার থেকে কে তোকে ভালো জানে?

ইশারাতে খুঁজে বেড়াই তোকে স্বপনে

তোর নাম মুখে, হেসে ফেলি আনমনে

কে নিয়ে যাবে তোকে রুপকথার দেশে?

বল আমার থেকে কে তোকে ভালো জানে? (কে তোকে ভালো জানে?)

কে তোকে ভালো জানে? (কে তোকে ভালো জানে?)

কে তোকে ভালো জানে? (কে তোকে ভালো জানে?)

কে তোকে ভালো জানে? (কে তোকে ভালো জানে?)

কতদিন হয়ে গেছে দেখিনি তোকে, তোকে মন ডাকে

ঘুম থেকে উঠে প্রথমে তোকে দেখা সে প্রতিদিন

তার কোলে মাথা রেখে কমে যায় কি তোর ব্যথা, ও, বল না

তবে আয় ফিরে ঘরে, একসাথে বসে শুনবো তোর মনের কথা

সে কি জানে অভিমানে তোকে হাসাতে?

সে কি পারে বুকে ধরে তোকে ভোলাতে?

তোর প্রিয় গান কে গেয়ে শোনাবে?

বল আমার থেকে কে তোকে ভালো জানে?

ইশারাতে খুঁজে বেড়াই তোকে স্বপনে

তোর নাম ডেকে হেসে ফেলি আনমনে

কে নিয়ে যাবে তোকে রুপকথার দেশে?

বল আমার থেকে কে তোকে ভালো জানে?

যদি মনে পড়ে, জিজ্ঞেস করিস আছি কেমন

বলবো খুব ভালো

কারণ মিথ্যেটাই আজ বড়ো প্রিয়

ঝড়ো মেঘের আকাশ

আকাশ আর চাই না আমার

তুই হলি আমার রাতের

এক ঝাঁক তারা

এক ঝাঁক তারা

সে কি জানে অভিমানে তোকে হাসাতে?

সে কি পারে বুকে ধরে তোকে ভোলাতে?

তোর প্রিয় গান কে গেয়ে শোনাবে?

বল আমার থেকে কে তোকে ভালো জানে?

更多Raz Dee/Tanveer Evan熱歌

查看全部logo

猜你喜歡