আর&এম মিউজিক কর্ণার
আপলোডঃ রেজাউল&মুন্নী
চয়েজঃ হিয়ামনি
আমার দুই চোখে দুই আকাশ আছে
একটি আকাশ নীল
আমার দুই চোখে দুই আকাশ আছে
একটি আকাশ নীল
অন্য আকাশ মেঘ বাদলে
সঙ্গী খোঁজে মিল
কোন আকাশের সঙ্গী আমি নিজেই জানি না আ আ
জানি না সুখ অসুখের সীমান্তে কিনা আ আ
জানি না সুখ অসুখের সীমান্তে কিনা
আপলোডঃ রেজাউল&মুন্নী
কাছের সাগর দূরের সাগর সাগর মানে ঢেউ
কোন সাগরে ভিজলো হৃদয় বলতে পারো কেউ
কাছের সাগর দূরের সাগর সাগর মানে ঢেউ
কোন সাগরে ভিজলো হৃদয় বলতে পারো কেউ
কোন খানে জল হয় যে অতল নিজেই জানি না আ আ
জানি না সুখ অসুখের সীমান্তে কিনা
জানি না সুখ অসুখের সীমান্তে কিনা
আপলোডঃ রেজাউল&মুন্নী
আপন জীবন গোপন জীবন জীবন ফোঁটায় ফুল
ছিঁড়তে গেলে বিঁধবে কাটা করবো কি সেই ভুল
আপন জীবন গোপন জীবন জীবন ফোঁটায় ফুল
ছিঁড়তে গেলে বিঁধবে কাটা করবো কি সেই ভুল
কোনটা যে পথ কোনটা শপথ নিজেই জানি না আ আ
জানি না সুখ অসুখের সীমান্তে কিনা
জানি না সুখ অসুখের সীমান্তে কিনা
আমার দুই চোখে দুই আকাশ আছে
একটি আকাশ নীল
অন্য আকাশ মেঘ বাদলে সঙ্গী খোঁজে মিল
কোন আকাশের সঙ্গী আমি নিজেই জানি না
জানি না সুখ অসুখের সীমান্তে কিনা
জানি না সুখ অসুখের সীমান্তে কিনা