menu-iconlogo
huatong
huatong
avatar

Nodir Chobi Aanki - Srikanto

RhythmicRajahuatong
RhythymicRajahuatong
歌詞
作品
---Uploaded By---

RhythmicRaja

Singer: Srikanto Acharya

তোর সাথে যে নদীর অনেক মিল

নদীর নামে তোকেই যে তাই ডাকি

রোদ পড়লেই নদী টা ঝিলমিল

তোকে ভেবেই নদীর ছবি আঁকি

ছবি আঁকি

তোর সাথে যে নদীর অনেক মিল

---Uploaded By---

RhythmicRaja

চোখ দুটো তোর দুষ্টুমিতে ভরা

মেঘ দেখলেই মুখ টা ব্যাজার

বন্ধ লেখাপড়া

চোখ দুটো তোর দুষ্টুমিতে ভরা

মেঘ দেখলেই মুখ টা ব্যাজার

বন্ধ লেখাপড়া

ঢেউ এর মতন আসছি বলে কখন যে দিস ফাঁকি

রোদ পড়লেই নদী টা ঝিলমিল

তোকে ভেবেই নদীর ছবি আঁকি

ছবি আঁকি

---Uploaded By---

RhythmicRaja

(আআআ. আআআ)

বোঝেনা তোর মনের খেয়ালখুশি

আকাশ ঝুঁকে বলছে তবু

তোকেই ভালোবাসি

বোঝেনা তোর মনের খেয়ালখুশি

আকাশ ঝুঁকে বলছে তবু

তোকেই ভালোবাসি

হারিয়ে যাক তোর চোখেতেই আমার গানের পাখি

রোদ পড়লেই নদীটা ঝিলমিল

তোকে ভেবেই নদীর ছবি আঁকি

ছবি আঁকি

ছবি আঁকি

------END------

更多RhythmicRaja熱歌

查看全部logo

猜你喜歡