menu-iconlogo
huatong
huatong
avatar

Helay khelay

Rinkuhuatong
nissanboyhuatong
歌詞
作品
হেলায় খেলায় মনের আনন্দে

দিন ফুরাইলো সই

হেলায় খেলায় মনের আনন্দে

দিন ফুরাইলো সই

দেখিতে চায় যারে এ দুটি আঁখি

ফিরে এলো না গেলো কই

দিন ফুরাইলো সই

হেলায় খেলায় মনের আনন্দে

দিন ফুরাইলো সই

সন্ধ্যা আসিবে, ঘনিবে আঁধার

তোমরা সাথে থাকিবে কি আর

সন্ধ্যা আসিবে, ঘনিবে আঁধার

তোমরা সাথে থাকিবে কি আর

কারে লইয়া কাটাই কবরের রজনী

Tamanna UK

কারে লইয়া কাটাই কবরের রজনী

কেমন করে একা রই

দিন ফুরাইলো সই

হেলায় খেলায় মনের আনন্দে

দিন ফুরাইলো সই

সাজ সজ্জা মোর ফুলেরো বিছানা

মিছে মধুর হাসি, সে যদি আসেনা

সাজ সজ্জা মোর ফুলেরো বিছনা

মিছে মধুর হাসি সে যদি আসেনা

হায় হায় হায় যদি সে ভালোবাসেনা

হায় হায় হায় যদি সে ভালোবাসেনা

কেনো গেঁথেছি মালা ও..ও..ও..ওই

দিন ফুয়াইলো সই

হেলায় খেলায় মনের আনন্দে

দিন ফুরাইলো সই..

Tamanna uk

গানে গানে করি প্রাণেরী আরোতি

ভাগ্যে যদি হয় ও মোর মোরতি

গানে গানে করি প্রাণেরী আরোতি

ভাগ্যে যদি হয় ও মোর মোরতি

আমিরুদ্দিনের সার্থক পিরিতি

আমিরুদ্দিনের সার্থক পিরিতি

বন্ধুর চরণ তলে আশ্রয় লই

দিন ফুরাইলো সই

হেলায় খেলায় মনের আনন্দে

দিন ফুরাইলো সই

হেলায় খেলায় মনের আনন্দে

দিন ফুরাইলো সই

দেখিতে চায় যারে এ দুটি আঁখি

ফিরে এলো না গেলো কই

দিন ফুরাইলো সই

হেলায় খেলায় মনের আনন্দে

দিন ফুরাইলো সই

Plz follow me for ne t song

更多Rinku熱歌

查看全部logo

猜你喜歡