R+M
R
যার জন্য কাঁদে মন
সেই তো ভাঙলো আমার মন
আপন মানুষ দোষী হয় কেমনে
--------------
যার জন্য কাঁদে মন..
সেই তো ভাঙলো আমার মন
আপন মানুষ দোষী হয় কেমনে..
কি করে যে থাকে মন
একা একা এখন
তুই ছিলি স্বয়নে স্বপনে।
ও একবারও কি পড়ে না তোর মনে
ও শান্তি নেই রে আমার এই জীবনে..
R+M
""""""""""""""""'''''"""
কি সুখে আছিস
সে তো আমি জানি না
বিধাতার কাছে আমি
তোর দুঃখ চাই না...
-----------
ও কি সুখে আছিস
সে তো আমি জানি না
বিধাতার কাছে আমি
তোর দুঃখ চাই না...
ভুলতেও পারিনা সইতেও পারিনা
শুধু দেখি স্বপনে...
একবারও কি পড়েনা তোর মনে.
ও শান্তি নেই রে আমার এ জীবনে...
R+M
""""""""""""""""'''''"""
ব্যথার পাহাড় নিয়ে বুকে
থাকবো আমি কতকাল
লোকে আমায় চিনতে পায়না
একি আমার হলো হাল..
--------
ও ব্যথার পাহাড় নিয়ে বুকে
থাকবো আমি কতকাল
লোকে আমায় চিনতে পায়না
একি আমার হলো হাল..
খুঁজেও পাব না ফিরেও পাবনা
কে তোমায় দেবে এনে
একবারও কি পড়ে না তোর মনে
ও শান্তি নেইরে আমার এ জীবনে..
একবারও কি পড়ে না তোর মনে
ও শান্তি নেইরে আমার এ জীবনে..