বলছি তোমায় শুনে যাও,
একটু পলক ফেলে যাও,
সকাল, দুপুর, সন্ধ্যেটা ...
... সঙ্গী সাথী করে নাও
বলছি তোমায় শুনে যাও,
একটু পলক ফেলে যাও,
সকাল, দুপুর, সন্ধ্যেটা ...
... সঙ্গী সাথী করে নাও
ফিরে যাও তুমি ..
.. একটু পলক,
ফেলে যাও... ও বাপুরাম ।
ফিরে যাও তুমি ..
.. একটু পলক,
ফেলে যাও... ও বাপুরাম ।
বাপুরাম সাপুড়ে,
কথা যাস বাপুরে
আয় বাবা দেখে যা,
একটু পলক ফেলে যা ।
বাপুরাম সাপুড়ে,
কথা যাস বাপুরে
আয় বাবা দেখে যা,
একটু পলক ফেলে যা ।
ধুলোয় মোড়া মনে আমার,
সুখের পাশে বসবাস ।
অজানা কোন সুখের নেশায়,
ছড়ায় শুধু দীঘ শ্বাস
ধুলোয় মোড়া মনে আমার,
সুখের পাশে বসবাস ।
অজানা কোন সুখের নেশায়,
ছড়ায় শুধু দীঘ শ্বাস
ফিরে যাও তুমি ..
.. একটু পলক,
ফেলে যাও... ও বাপুরাম ।
ফিরে যাও তুমি ..
.. একটু পলক,
ফেলে যাও... ও বাপুরাম ।
বাপুরাম সাপুড়ে,
কথা যাস বাপুরে
আয় বাবা দেখে যা,
একটু পলক ফেলে যা ।
বাপুরাম সাপুড়ে,
কথা যাস বাপুরে
আয় বাবা দেখে যা,
একটু পলক ফেলে যা ।
চোখে মুখে.. উদাসী ভাব,
এখনও কোনহে আনে ।
চাইছে তোমায়.. আর কাছে
আকাশে চাদের পানে ।
ঐ মনে ছায়া পেলে,
হতে পার চেনা জন,
দেসাদি মাতাল আমি...
...শুভ্র ছায়ায় অচেতন।
ফিরে যাও তুমি ..
.. একটু পলক,
ফেলে যাও... ও বাপুরাম ।
ফিরে যাও তুমি ..
.. একটু পলক,
ফেলে যাও... ও বাপুরাম ।
বাপুরাম সাপুড়ে,
কথা যাস বাপুরে
আয় বাবা দেখে যা,
একটু পলক ফেলে যা ।
বাপুরাম সাপুড়ে,
কথা যাস বাপুরে
আয় বাবা দেখে যা,
একটু পলক ফেলে যা ।
বাপুরাম সাপুড়ে,
কথা যাস বাপুরে
আয় বাবা দেখে যা,
একটু পলক ফেলে যা ।
বাপুরাম সাপুড়ে,
কথা যাস বাপুরে
আয় বাবা দেখে যা,
একটু পলক ফেলে যা...
বাপুরাম সাপুড়ে,
কথা যাস বাপুরে
আয় বাবা দেখে যা,
একটু পলক ফেলে যা ।
বাপুরাম সাপুড়ে,
কথা যাস বাপুরে
আয় বাবা দেখে যা,
একটু পলক ফেলে যা...
বাপুরাম সাপুড়ে,
কথা যাস বাপুরে
আয় বাবা দেখে যা,
একটু পলক ফেলে যা ।
বাপুরাম সাপুড়ে,
কথা যাস বাপুরে
আয় বাবা দেখে যা,
একটু পলক ফেলে যা।