menu-iconlogo
huatong
huatong
avatar

Borka Pora Meye

Rj Rayhanhuatong
rew72265huatong
歌詞
作品
এই পথে যখনই আমি যাই

মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই

এই পথে যখনই আমি যাই

মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই

আলতা রাঙা পায়ে আবার নূপুর পরেছে

আলতা রাঙা পায়ে আবার নূপুর পরেছে

বোরকা পরা মেয়ে পাগল করেছে

একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে

এই পথে যখনই আমি যাই

মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই

আলতা রাঙা পায়ে আবার নূপুর পরেছে

আলতা রাঙা পায়ে আবার নূপুর পরেছে

বোরকা পরা মেয়ে পাগল করেছে

একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে

দয়া করে গানটি অনুমতি ছাড়া কেউ

কপি বা রী আপলোড দিবেন না

হাই কোয়ালিটির.এস.ডি গানের মিউজিক

চোখেতে চশমা হাতে কাচেরও চুড়ি

বয়সটা অনুমানে উনিশ কি কুড়ি

চোখেতে চশমা হাতে কাচেরও চুড়ি

বয়সটা অনুমানে উনিশ কি কুড়ি

চশমা খুইলা যখন একটু আমার দিকে চায়

ফুরুত কইরা পরান পাখি শূণ্যে উইড়া যায়

চশমা খুইলা যখন একটু আমার দিকে চায়

ফুরুত কইরা পরান পাখি শূণ্যে উইড়া যায়

এখন বুঝি মজনু কেন লাইলির জন্য মরেছে

লাইনের জন্য মরেছে.....

বোরকা পরা মেয়ে পাগল করেছে

একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে

দয়া করে গানটি অনুমতি ছাড়া কেউ

কপি বা রী আপলোড দিবেন না

হাই কোয়ালিটির.এস.ডি গানের মিউজিক

ছোট্ট একটা নলদিয়া খাই যখন জুস

খোদার কসম তখন আমার থাকে নাযে হুস

ছোট্ট একটা নলদিয়া খাই যখন জুস

খোদার কসম তখন আমার থাকে নাযে হুস

জুসের প্যাকেট ফেলে দিয়ে আবার যখন হাটে

জানিনা তার কেমন লাগে আমার বুকটা ফাটে

জুসের প্যাকেট ফেলে দিয়ে আবার যখন হাটে

জানিনা তার কেমন লাগে আমার বুকটা ফাটে

গাড়িতে নয় বাড়িতে নয় মনে আগুন ধরেছে

মনে আগুন ধরেছে........

বোরকা পরা মেয়ে পাগল করেছে

একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে

হাই কোয়ালিটির.এস.ডি গানের মিউজিক

হাঁটতে হাঁটতে এসে দাঁড়ায় রাস্তার মোড়ে

রিকশাতে চড়িয়া আবার কিছুক্ষণ ঘুড়ে

হাঁটতে হাঁটতে এসে দাঁড়ায় রাস্তার মোড়ে

রিকশাতে চড়িয়া আবার কিছুক্ষণ ঘুড়ে

বুক পকেটে রাখে যখন মোবাইল টেলিফোন

আরে বাকুম বাকুম করে তখন আমার অবুজ মন

আরে বুক পকেটে রাখে যখন মোবাইল টেলিফোন

বাকুম বাকুম করে তখন আমার অবুঝ মন

নতুন গাছে ফুল ফুটিয়া বাগান আমার ভরেছে

বাগান আমার ভরেছে......

বোরকা পরা মেয়ে পাগল করেছে

একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে

এই পথে যখনই আমি যাই

মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই

আলতা রাঙা পায়ে আবার নূপুর পরেছে

আলতা রাঙা পায়ে আবার নূপুর পরেছে

বোরকা পরা মেয়ে পাগল করেছে

একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে

একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে

একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে

更多Rj Rayhan熱歌

查看全部logo

猜你喜歡

Borka Pora Meye Rj Rayhan - 歌詞和翻唱