আমার হাড় কালা করলাম রে
আরে আমার দেহ কালার লাইগারে
অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে
আমার হাড় কালা করলাম রে
আরে আমার দেহ কালার লাইগারে
অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে
মনো রে
ওরে হাইল্যা লোকের লাঙ্গল বাঁকা
জনম বাঁকা চাঁদ রে
জনম বাঁকা চাঁদ
হাইল্যা লোকের লাঙ্গল বাঁকা
জনম বাঁকা চাঁদ রে
জনম বাঁকা চাঁদ
তার চাইতে অধিক বাঁকা হায় হায়
তার চাইতে অধিক বাকা হায়রে
যারে দিছি প্রাণ রে
দুরন্ত পরবাসে
আমার হাড় কালা করলাম রে
আরে আমার দেহ কালার লাইগারে
অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে
মনো রে
ওরে কূল বাকাঁ গাঙ বাকাঁ
বাকাঁ গাঙের পানি রে
বাকাঁ গাঙের পানি
ওরে কূল বাকাঁ গাঙ বাকাঁ
বাকাঁ গাঙের পানি রে
বাকাঁ গাঙের পানি
সকল বাকাঁয় বায়লাম নৌকা হায় হায়
সকল বাকাঁয় বায়লাম নৌকা
তবু বাকাঁ রে না জানি
দুরন্ত পরবাসে
আমার হাড় কালা করলাম রে
আরে আমার দেহ কালার লাইগারে
অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে
মনো রে
হাড় হইলো জড়োজড়ো
অন্তর হইল পোড়া রে
আমার অন্তর হইল পোড়া
ওরে হাড় হইলো জড়োজড়ো
অন্তর হইল পোড়া রে
আমার অন্তর হইল পোড়া
পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায়
পিরিতি ভাঙ্গিয়া গেলে
নাহি লাগে জোড়া রে
দুরন্ত পরবাসে
আমার হাড় কালা করলাম রে
আরে আমার দেহ কালার লাইগারে
অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে