menu-iconlogo
huatong
huatong
runa-laila-bondhu-tindin-cover-image

বন্ধু তিনদিন bondhu tindin

Runa Lailahuatong
retta5713huatong
歌詞
作品

বন্ধু তিন দিন

বন্ধু তিন দিন

ও বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম

দেখা পাইলাম না বন্ধু তিন দিন

গাঙ পার হইতে ৬ আনা

ফিরা আইতে ৬ আনা

গাঙ পার হইতে ৬ আনা

ফিরা আইতে ৬ আনা

আইতে যাইতে ১২ আনা উসুল হইলনা

বন্ধু তিন দিন

বন্ধু তিন দিন

ও বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম

দেখা পাইলাম না বন্ধু তিন দিন

বুধ বারে শুভ জাত্রা বিশুধ বারে মানা

শুকুকুর বারে প্রেম পিরিতি হয়না ষোল আনা

বুধ বারে শুভ জাত্রা বিশুধ বারে মানা

শুকুকুর বারে প্রেম পিরিতি হয়না ষোল আনা

শনি বারে আইসাও বন্ধুর দেখা পাইলাম না

বন্ধু তিন দিন

বন্ধু তিন দিন

ও বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম

দেখা পাইলাম না বন্ধু তিন দিন

তোর বাড়িত যাইবার কালে

ঠোঁট রাঙাইইলাম পানে

সুযোগ পাইয়া ঘাটের মাজি উলটা বৈঠা টানে

তোর বাড়িত যাইবার কালে

ঠোঁট রাঙাইইলাম পানে

সুযোগ পাইয়া ঘাটের মাজি উলটা বৈঠা টানে

কাপড় ভিইজ্জা যাবার ভয়ে

সাঁতার দিলাম না

বন্ধু তিন দিন

বন্ধু তিন দিন

ও বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম

দেখা পাইলাম না বন্ধু তিন দিন

ঝর বৃষ্টি মাথায় নিয়া গেলাম রাইতের বেলা

গিয়া দেখি কাঠের দরজায়

লোহার একখান তালা

ঝর বৃষ্টি মাথায় নিয়া গেলাম রাইতের বেলা

গিয়া দেখি কাঠের দরজায়

লোহার একখান তালা

চাবি লইয়া নিঠুর কালা তুইত আইলিনা

বন্ধু তিন দিন

বন্ধু তিন দিন

ও বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম

দেখা পাইলাম না বন্ধু তিন দিন

গাঙ পার হইতে ৬ আনা

ফিরা আইতে ৬ আনা

গাঙ পার হইতে ৬ আনা

ফিরা আইতে ৬ আনা

আইতে যাইতে ১২ আনা উসুল হইলনা

বন্ধু তিন দিন

বন্ধু তিন দিন

ও বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম

দেখা পাইলাম না বন্ধু তিন দিন

বন্ধু তিন দিন

বন্ধু তিন দিন বন্ধু তিন দিন

M K R

Thank You

更多Runa Laila熱歌

查看全部logo

猜你喜歡