শিরোনাম
দিবসে তোমাকে চাই
1 2
দিবসে তোমাকে চাই
নিশীতে তোমাকে চাই
আলোতে তোমাকে চাই
আধারে তোমাকে চাই
সকাল সন্ধ্যা থেকে
পাখি ডাকা ভোরে
আপনার চেয়ে আরো আপন করে
আপনার চেয়ে আরো আপন করে
দিবসে তোমাকে চাই
নিশীতে তোমাকে চাই
আলোতে তোমাকে চাই
আধারে তোমাকে চাই
সকাল সন্ধ্যা থেকে
পাখি ডাকা ভোরে
আপনার চেয়ে আরো আপন করে
আপনার চেয়ে আরো আপন করে
'
ভালোবাসি তোমাকে আমি
এই কথা তো কোনো কথা নয়
যদি ভালোবেসে মরনই না হয়
ভালোবাসি তোমাকে আমি
এই কথা তো কোনো কথা নয়
যদি ভালোবেসে মরনই না হয়
আষাঢ়ে তোমাকে চাই
শ্রাবনে তোমাকে চাই
শরৎ এ তোমাকে চাই
ফাগুনে তোমাকে চাই
তোমার বুকটা চিড়ে খুজে নিও মোরে
আপনার চেয়ে আরো আপন করে
আপনার চেয়ে আরো আপন করে