menu-iconlogo
logo

দিবসে তোমাকে চাই (original)

logo
歌詞
দিবসে তোমাকে চাই

নিশীতে তোমাকে চাই

আলোতে তোমাকে চাই

আধারে তোমাকে চাই

সকাল সন্ধ্যা থেকে

পাখি ডাকা ভোরে

আপনার চেয়ে

আরো আপন করে

আপনার চেয়ে

আরো আপন করে

দিবসে তোমাকে চাই

নিশীতে তোমাকে চাই

আলোতে তোমাকে চাই

আধারে তোমাকে চাই

সকাল সন্ধ্যা থেকে

পাখি ডাকা ভোরে

আপনার চেয়ে

আরো আপন করে

আপনার চেয়ে

আরো আপন করে

ভালোবাসি তোমাকে আমি

এ কথা তো কোনো কথা নয়

যদি ভালোবেসে,মরনে না হয়

ভালোবাসি তোমাকে আমি

এ কথা তো কোনো কথা নয়

যদি ভালোবেসে মরনে না হয়

আষাঢ়ে তোমাকে চাই

শ্রাবনে তোমাকে চাই

শরৎ এ তোমাকে চাই

ফাগুনে তোমাকে চাই

তোমার বুকটা চিড়ে খুজে নিও মোরে

আপনার চেয়ে

আরো আপন করে

আপনার চেয়ে

আরো আপন করে

ভালোবেসে বুঝেছি আমি

এ জীবনে ভরবে না মন

কেন এত ছোট

হয় গো জীবন

ভালোবেসে বুঝেছি আমি

এ জীবনে ভরবে না মন

কেন এত ছোট

হয় গো জীবন

জীবনে তোমাকে চাই

মরনে তোমাকে চাই

শয়নে তোমাকে চাই

সপনে তোমাকে চাই

তোমার সঙ্গী হবো

হাতে হাত ধরে

আপনার চেয়ে

আরো আপন করে

আপনার চেয়ে

আরো আপন করে

দিবসে তোমাকে চাই

নিশীতে তোমাকে চাই

আলোতে তোমাকে চাই

আধারে তোমাকে চাই

সকাল সন্ধ্যা থেকে

পাখি ডাকা ভোরে

আপনার চেয়ে

আরো আপন করে

আপনার চেয়ে

আরো আপন করে

দিবসে তোমাকে চাই

নিশীতে তোমাকে চাই

আলোতে তোমাকে চাই

আধারে তোমাকে চাই

সকাল সন্ধ্যা থেকে

পাখি ডাকা ভোরে

আপনার চেয়ে

আরো আপন করে

আপনার চেয়ে

আরো আপন করে

সমাপ্ত

দিবসে তোমাকে চাই (original) Sabina Yasmin/Andrew Kishore dibose tomake chai - 歌詞和翻唱