menu-iconlogo
logo

*তুমি আমার নয়নরে

logo
avatar
Sabina Yeasmin/Andrew Kishorelogo
✯͜͡Mozibur✯͜͡♻️🅑🅢🅐♻️logo
前往APP內演唱
歌詞
লিরিক্সঃ তুমি আমার নয়নরে…

শিল্পীঃ এন্ডু কিশোর ও সাবিনা ইয়াসমিন

সিনেমাঃ রঙিন নয়নমনি

=================

প্রথম পার্টঃ ছেলে

দ্বিতীয় পার্টঃ মেয়ে

==================

বাংলা সঙ্গীত একাডেমি

Wait.............

ছেলেঃ আমি তোমার নয়নরে

============

আমি তোমার নয়নরে

তুমি আমার মনি

মেয়েঃ তুমি আমার নয়নরে

আমি তোমার মনি

ছেলেঃ তোমায় আমি আপন বলে

মেয়েঃ তোমায় আমি আপন বলে

ছেলে/মেয়েঃ জানি গো জানি

ছেলেঃ আমি তোমার নয়নরে

তুমি আমার মনি

মেয়েঃ তুমি আমার নয়নরে

আমি তোমার মনি

বাংলা সঙ্গীত একাডেমি

Wait.............

ছেলেঃ লোহা যেমন ছুটে যায়রে, চুম্বকের প্রানে

তোমার অঙ্গের নেশা আমার, তেমন করে টানে

==============

মেয়েঃ এতদিন পরে পাইলাম তোমার দরর্শন

চেয়ে দেখো আছি তোমার মনেরই মতন

ছেলেঃ তুমি আমার বাঁচা মরা

মেয়েঃ তুমি আমার বাঁচা মরা

ছেলে/মেয়েঃ পরশও মনি..

===============

ছেলেঃ আমি তোমার নয়নরে

তুমি আমার মনি

মেয়েঃ তুমি আমার নয়নরে

আমি তোমার মনি

বাংলা সঙ্গীত একাডেমি

Wait.............

মেয়েঃ পিরিতের শিখা দেহের, লাগাইছে আগুন

সেই আগুনে পুইরা আমি, হইয়া গেছি খুন

============

ছেলেঃ অন্তরেরি অন্তরে, তুমি একজনা

জীবন যৌবন সবই মিছা, তুমি বিনা

মেয়েঃ আসমান সমান উচা হায়রে

ছেলেঃ আসমান সমান উচা হায়রে

ছেলে/মেয়েঃ মোদের প্রেম কাহিনী..

============

ছেলেঃ আমি তোমার নয়নরে

তুমি আমার মনি

মেয়েঃ তুমি আমার নয়নরে

আমি তোমার মনি

ছেলে/মেয়েঃ তোমায় আমি আপন বলে

তোমায় আমি আপন বলে

জানি গো জানি

ছেলেঃ আমি তোমার নয়নরে

তুমি আমার মনি

মেয়েঃ তুমি আমার নয়নরে

আমি তোমার মনি

বাংলা সঙ্গীত একাডেমি

======ধন্যবাদ=======