menu-iconlogo
huatong
huatong
avatar

আমার কাছে তুমি মানে Amar Kache Tumi Mane

Sadman Pappuhuatong
roy_butthuatong
歌詞
作品

আমার কাছে তুমি মানে সাত রাজার ধন

আমার কাছে তুমি মানে অমূল্য রতন

তোমার কাছে হয়ত বন্ধু আমি কিছু নাহ

তাইতো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি নাহ

আমি মানে তুমি আর তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি

আমি মানে তুমি আর তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি

আমার মনে বন্ধু তুমি আমার সব কিছু

তাই পাগলে মত ছুটি তোমার পিছু

তোমার কাছে হয়তো বন্ধু আমি ভালো না

তাইতো তোমার মনের ভেলায় আমি আসি না

...............

আমার মনে বন্ধু তুমি আমার সব কিছু

তাই পাগলে মত ছুটি তোমার পিছু

তোমার কাছে হয়তো বন্ধু আমি ভালো না

তাইতো তোমার মনের ভেলায় আমি আসি না

আমি মানে তুমি আর তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি

আমি মানে তুমি আর তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি

আমার চোখে বন্ধু তুমি রাতের ধ্রুব তারা

তোমায় আমি রাত জাগিয়া দেয় যে পাহাড়া

তোমার মনে হয়তো পাগল ছাড়া কিছু না

তাইতো হাস দেখ আমায় অরে ললনা

...............

আমার চোখে বন্ধু তুমি রাতের ধ্রুব তারা

তোমায় আমি রাত জাগিয়া দেয় যে পাহাড়া

তোমার মনে হয়তো পাগল ছাড়া কিছু না

তাইতো হাস দেখ আমায় অরে ললনা

আমার কাছে তুমি মানে সাত রাজার ধন

আমার কাছে তুমি মানে অমূল্য রতন

তোমার কাছে হয়ত বন্ধু আমি কিছু নাহ

তাইতো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি নাহ

আমি মানে তুমি আর তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি

আমি মানে তুমি আর তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি

আমি মানে তুমি আর তুমি মানে আমি

আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি

আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি

Thanks

更多Sadman Pappu熱歌

查看全部logo

猜你喜歡