==শিল্পী=শফি মন্ডল == 
==ফ্যামিলি =RMP== 
==আপলোড=সাকিব== 
দুঃখ যদি বিক্রি হইতো,ওজন মাপা ধরে~ 
একটা জীবন চলে যেতে,দুঃখ বিক্রি করে~ 
দুঃখ যদি বিক্রি হইতো,ওজন মাপা ধরে 
একটা জীবন চলে যেতে,দুঃখ বিক্রি করে 
এক পৃথিবী দুঃখ আমার দুঃখে ভরা বুক 
এক পৃথিবী দুঃখ~আমার দুঃখে ভরা বুক 
জনম গেল দুঃখে দুঃখে,পাইলাম নারে সুখ 
আমার,জনম গেল দুঃখে দুঃখে,পাইলাম নারে সুখ 
==আপলোড=সাকিব== 
এত দুঃখ বুকে নিয়া,বেঁচে থাকা দায়ী 
দুঃখের কাছে সারা জীবন রইলাম অসহায় 
~~~~~~~~~~~~~~~~~ 
এত দুঃখ বুকে নিয়া,বেঁচে থাকা দায়ী 
দুঃখের কাছে সারা জীবন,রইলাম অসহায় 
দুঃখের স্রোতে গেলাম ভাসি জুটলো নারে সুখের হাসি 
আমার এখন সারা জনম অশ্রু সজল চোখ~ 
জনম গেল দুঃখে দুঃখে,পাইলাম নারে সুখ 
আমি,জনম গেল দুঃখে দুঃখে,পাইলাম নারে সুখ 
==আপলোড=সাকিব== 
জানিনা কি কপাল নিয়ে,জন্ম তাহাদের 
সারা জীবন সুখের সাথে বসর যাহাদের 
==আপলোড=সাকিব== 
জানিনা কোন কপাল নিয়ে 
জন্ম তাহাদের 
সারা জীবন সুখের সাথে বসর যাহাদের 
হয় না তারা দুখের ভাগি 
সুখ হয় তাদের,অনুরাগী 
আমি দুঃখে রাত্রেই জাগি 
বন্ধ করে মুখ 
জনম গেল দুঃখে দুঃখে,পাইলাম নারে সুখ 
আমি,জনম গেল দুঃখে দুঃখে,পাইলাম নারে সুখ 
==সমাপ্ত==