কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
জোনাকীর আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে
জোনাকীর আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
কবিতার সাথে চৈতী রাতে
কেটেছে সময় হাত রেখে হাতে
কবিতার সাথে চৈতী রাতে
কেটেছে সময় হাত রেখে হাতে
সেই কথা ভেবে পিছু চাওয়া মোর
স্মৃতির নকশা বুনে
জোনাকীর আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে
জোনাকীর আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
অতীতের ছবি আঁকা হয়ে গেলে
চারিদিকে এই চোখ দুটি মেলে
অতীতের ছবি আঁকা হয়ে গেলে
চারিদিকে এই চোখ দুটি মেলে
পলাতক আমি কোথা চলে যাই
আঁধারের গান শুনে
জোনাকীর আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে
জোনাকীর আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
জোনাকীর আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে
জোনাকীর আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে