menu-iconlogo
huatong
huatong
avatar

তুই আমার আলতা চুরি না

Sanzida Rimihuatong
༄᭄●⃝💞𝐅𝐄𝐑𝐃𝐎𝐔𝐒🇧🇩-𝐔𝐑𝐊✪࿐huatong
歌詞
作品
হা..আ...আ..আ.হা

রা..রা ...রা রা রা রা

- ->MUSIC<- -

- ->FERDOUS KHAN<- -

তুই আমার আলতা চুড়ি না

হাতে পায়ে পরি না

তুই আমার  চুলের ফিতা না

তোকে তাই বেণি বাঁধি না

তুই আমার আলতা চুড়ি না

হাতে পায়ে পরি না

তুই আমার  চুলের ফিতা না

তোকে তাই বেণি বাঁধি না

ওরে, ভালই যদি বাসিস আমায়

বেঁধে নে তোর মনে

প্রেম যমুনায় ডুবে মরবো

তবেই রে তোর সনে

তুই আমার আলতা চুড়ি না

হাতে পায়ে পরি না

তুই আমার  চুলের ফিতা না

তোকে তাই বেণি বাঁধি না

- ->MUSIC<- -

- ->FERDOUS KHAN<- -

তুই আমার বাগানের ফুল না

তোকে তাই খোঁপায় গুঁজি না

আমি তোর মান অভিমান না

আমাকে ভুল বুঝিস না

মান অভিমান করিস যদি

মিলবে না মন মনে

জীবন নদী পাড়ি দেয়া

হবে না তোর সনে

তুই আমার আলতা চুড়ি না

হাতে পায়ে পরি না

তুই আমার  চুলের ফিতা না

তোকে তাই বেণি বাঁধি না

- ->MUSIC<- -

- ->FERDOUS KHAN<- -

তুই আমার সাজের আরশি না

তোর ভিতর আমায় দেখিস না

আমি তোর ইচ্ছে কলম না

আমায় দিয়ে তোকে লেখিস না

লেখতে যদি চাস হৃদয়ে

লেখিস ভাবের ক্ষণে

ভাব সাগরে উঠবে জোয়ার

তবেই রে তোর সনে।

তুই আমার আলতা চুড়ি না

হাতে পায়ে পরি না

তুই আমার  চুলের ফিতা না

তোকে তাই বেণি বাঁধি না

তুই আমার আলতা চুড়ি না

হাতে পায়ে পরি না

তুই আমার  চুলের ফিতা না

তোকে তাই বেণি বাঁধি না

更多Sanzida Rimi熱歌

查看全部logo

猜你喜歡

তুই আমার আলতা চুরি না Sanzida Rimi - 歌詞和翻唱