শিরেনাম<>কুতকুতি মাইয়া
আপলোড বাই<>শাহরিয়ার_ইসলাম
চয়েজ বাই<>শাহরিয়ার_ইসলাম
মিউজিক ফলো করে গান করুন
=====================
মেয়ে<>পেলেনে চইড়াছি...
টেরেনে চইড়াছি..
চইড়াছি কত গাড়িতে,
পেলেনে চইড়াছি*..
আরে,টেরেনে চইড়াছি,
চইড়াছি কত গাড়িতে
আজকে আমি, হাওয়াতে উইড়া
আইছি রে তোর বাড়িতে,
ছেলে<>ঐ নাম কি রে তোর
মেয়ে<>কুত কুতি
ঐ কাম কি রে তোর
মেয়ে<>কুত কুতি..
ছেলে<>আজকে প্রেমের, কুতকুত খেলমু
দেখবে সবাই চাইয়া,
আয় কুতকুতি মাইয়া
আয় কুতকুতি মাইয়া,
আয় কুতকুতি মাইয়া
আয় কুতকুতি মাইয়া ,
আপলোড বাই<>শাহরিয়ার_ইসলাম
চয়েজ বাই<>শাহরিয়ার_ইসলাম
মিউজিক ফলো করে গান করুন
=====================
মেয়ে<>ওরে আমার, লুঙ্গিয়ালা
লুঙ্গি টা তোর ভালো
পাঞ্জাবি টা, বগলা সাদা
তুই যে ভারী কালো ,
=============
মেয়ে<>ঐ হই হই,ওরে আমার লুঙ্গিয়ালা
লুঙ্গি টা তোর ভালো
পাঞ্জাবি টা, বগলা সাদা
তুই যে ভারী কালো,
ছেলে<>এত রস তোর এই অন্তরে
শেষ হবেনা খাইয়া,
আয় কুতকুতি মাইয়া
আয় কুতকুতি মাইয়া,
আয় কুতকুতি মাইয়া
আয় কুতকুতি মাইয়া,
আপলোড বাই<>শাহরিয়ার_ইসলাম
চয়েজ বাই<>শাহরিয়ার_ইসলাম
মিউজিক ফলো করে গান করুন
======================
মেয়ে<>আধুলি সিকি, নিমুনারে
নিমু ষোল আনা
কেমনে নিমু, সেই তরিকা
আছে আমার জানা,
==============
মেয়ে<>আরে যা-আধুলি সিকি, নিমুনারে
নিমু ষোল আনা
কেমনে নিমু, সেই তরিকা
আছে আমার জানা,
ছেলে<>আজকে মনে, ফুরতি আইছে
তোরে কাছে পাইয়া,
আয় কুতকুতি মাইয়া
আয় কুতকুতি মাইয়া,
আয় কুতকুতি মাইয়া
আয় কুতকুতি মাইয়া,
মেয়ে<>পেলেনে চইড়াছি..
টেরেনে চইড়াছি..
চইড়াছি কত গাড়িতে,
পেলেনে চইড়াছি..
আরে, টেরেনে চইড়াছি..
চইড়াছি কত গাড়িতে
আজকে আমি, হাওয়াতে উইড়া
আইছি রে তোর বাড়িতে ,
ছেলে<>ঐ নাম কি রে তোর
মেয়ে<>কুত কুতি
ছেলে<>ঐ কাম কি রে তোর
মেয়ে<>কুত কুতি..
ছেলে<>আজকে প্রেমের কুতকুত খেলমু
দেখবে সবাই চাইয়া,
আয় কুতকুতি মাইয়া
আয় কুতকুতি মাইয়া,
আয় কুতকুতি মাইয়া
আয় কুতকুতি মাইয়া
ধন্যবাদ