menu-iconlogo
logo

Tomake

logo
歌詞
যদি বলি তুমি সেই রোদ

মুঠোয় ভরে ছড়াই প্রতিদিন

তুমি সেই ভোর চোখের কোণে

তোমায় ছাড়া ভাবনারা কঠিন

তোমাকে দেবো না হারাতে

হোক তা আলোকবর্ষ দূর

ডুবে যাবো তোমার মনপাড়ায়

বেঁধেছো হাতে হাত রেখে, বন্ধু

তুমি একটা ভোর হয়ে যাও কোনো

তোমার চোখে আমার দিন সাজাই

ভরদুপুর, শান্ত বিকেলে তোমার

আঙুল ছুঁয়ে ছুঁয়ে পালাই

তোমাকে দেবো না হারাতে

হোক তা আলোকবর্ষ দূর

ডুবে যাবো তোমার মনপাড়ায়

বেঁধেছো হাতে হাত রেখে, বন্ধু

তাই তোমাকে চাই জেনো তুমি

আমার নিশিদিন জেগে থাকায়

পথের শুরু বা শেষের আলোয়

দেখি আমি রঙের মায়ায়

তোমাকে দেবো না হারাতে

হোক তা আলোকবর্ষ দূর

ডুবে যাবো তোমার মনপাড়ায়

বেঁধেছো হাতে হাত রেখে, বন্ধু

তোমাকে দেবো না হারাতে

হোক তা আলোকবর্ষ দূর

ডুবে যাবো তোমার মনপাড়ায়

বেঁধেছো হাতে হাত রেখে, বন্ধু

Tomake Shawon Gaanwala/Sajid Sarker - 歌詞和翻唱