menu-iconlogo
huatong
huatong
avatar

Protidin

Shilajit Majumderhuatong
ssabotagehuatong
歌詞
作品
Track

Arrenged

By

Roy S

আসুন

ভিড় বাসে হবেন সেদ্ধ

এলবো দিয়ে ঠেলবো

খেলবো কচি গার্ডার

দিয়ে মার্ডার হবে বৃদ্ধ

এই শুনুন

আপনার স্বপ্নের নাক উঁচু

হোমলোনের সাইক্লোন এসে পড়ল

সবুরে মেওয়া ফললোনা হল কচু

vabo..

যতবার দেখি

নায়িকারা কাঁদে

ততবার ভাঙ্গে বুক

সোফার আদরে বেঁচে থাকা

ভুলে ছুঁড়ে ফেলি বন্ধুক

যতবার দেখি

নায়িকারা কাঁদে

ততবার ভাঙ্গে বুক

সোফার আদরে বেঁচে থাকা

ভুলে ছুঁড়ে ফেলি বন্ধুক

এঁটোকাঁটার বাসনের ভিড়ে

কথার ছিবড়ে রাখা

এঁটোকাঁটার বাসনের ভিড়ে

কথার ছিবড়ে রাখা

প্রতিদিন

প্রতিদিন

প্রতিদিন

প্রতিদিন

.

..

...

...

..

.

ভাবুন

কেন তলোয়ার হয় টিনের

শহরগুলোর তলায়

কাদা মুখে পিঠে গলায়

বেণীমাধব কি তাদের নেবে চিনে

এই দেখুন

আমি নামতা জানিনা তেরোর

এক ডজন মুরগি পুষব

বিজ্ঞানীদের তুষবো

সাদা হ্যাংওভার

না না পরোয়া করিনা কারো

যতবার দেখি নায়িকারা

কাঁদে ততবার ভাঙ্গে বুক

সোফার আদরে বেঁচে থাকা

ভুলে ছুঁড়ে ফেলি বন্ধুক

যতবার শালা প্রেমিকারা

কাঁদে ততবার ভাঙ্গে বুক

সোফার আদরে বেঁচে থাকা

ভুলে ছুঁড়ে ফেলি বন্ধুক

এঁটোকাঁটার বাসনের ভিড়ে

কথার ছিবড়ে রাখা

এঁটোকাঁটার বাসনের ভিড়ে

কথার ছিবড়ে রাখা

প্রতিদিন

প্রতিদিন

প্রতিদিন

প্রতিদিন

প্রতিদিন

প্রতিদিন

প্রতিদিন

প্রতিদিন

Thanks

Roy

更多Shilajit Majumder熱歌

查看全部logo

猜你喜歡