menu-iconlogo
logo

BHALOBASHAR MORSHUM/GAG/UPLOADED BY ARIJIT

logo
avatar
Shreya Ghoshal/Arijitlogo
😍Arijit💎G🅰️G💎logo
前往APP內演唱
歌詞
Bhalobashar Morshum

Bhalobashar Morshum Lyrics From X=Prem

Song: Bhalobashar Morshum

Movie: X=Prem

Singers: Shreya Ghoshal, Arijit Singh

Lyricist: Subrata Barishwala

Composer: Sanai

Starring: Anindya Sengupta, Shruti Das, Arjun Chakraborty, Madhumita Basak

ভালবাসার মরশুম গানটি হল X=প্রেম সিনেমার। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিংহ। সুরকার হলেন সানাই। কথা লিখেছেন বারিশ। ভালবাসার মরশুম লিরিক্স।

INTRO:

মন একে একে দুই

একাকার আমি তুই

আর না চোখ ফিরিয়ে একটু হাস

নেই মনে কি কিছুই

তোর ঠোঁটের ডানা ছুঁই

মিলবে সব জীবনের ক্যালকুলাস

স্মৃতিরা গেছে পরবাস

কথারা হয়েছে নিঝুম

এ বুকে তবু বারো মাস

ভালবাসারই মরশুম

ভালবাসারই মরশুম

ডাক নামে ডেকে যাই

সেই আগের তোকে চাই

সেই যে সেই তাকালেই সর্বনাশ

INTERLUDE POEM

ঝড় এলে তুই

সাথে থাকলে কী ভয়

তোর ঠিকানায় পাঠালাম এ হৃদয়

প্রেম হলে এক

সুরে গান বেজে যায়

সেই দেয় জখম

তবু সেই তো ভেজায়

ব্যথারা ফিরেছে এপাশ

বালিশে জমে ভাঙা ঘুম

এ বুকে তবু বারো মাস

ভালোবাসারই মরশুম

ভালোবাসারই মরশুম

দিন বদলে যাবে ফের

হাত ধরে সময়ের

ফুটবে ঠিক মন-মাফিক মন-পলাশ

ফুটবে ঠিক মন-মাফিক মন-পলাশ...

THANK YOU

FOR SINGING

ON THIS TRACK

BHALOBASHAR MORSHUM/GAG/UPLOADED BY ARIJIT Shreya Ghoshal/Arijit - 歌詞和翻唱