menu-iconlogo
huatong
huatong
avatar

Esho Hey | Ek Je Chhilo Raja

Shreya Ghoshal/Ishan Mitrahuatong
smortgages2003huatong
歌詞
作品

female part 1

male part 2

️ ️ ️ ️ ️ ️ ️ ️

সমারোহে এসো হে পরমতর,

সুন্দর এসো হে ।

সমারোহে এসো হে পরমতর,

সুন্দর এসো হে ।

ঝনক ঝংকারে, উড়ায় সঙ্কারে

খুলেছে দুয়ার;

দেরি নাহি আর ।

এসো হে স্বয়ম্বর এসো

এসো সুন্দর এসো হে

সমারোহে এসো হে পরমতর

সুন্দর এসো হে

যে রূপে আকাশ তটে

চাঁদেরই আলো

যে রূপে আকাশ তটে

চাঁদেরই আলো

যে রূপে ললাট সখী

সিন্দুরে সাজালো, সিন্দুরে

সে রূপে aaaaaaaa

সে রূপে

এসো হে যুগন্ধর,

সুন্দর এসো হে

সমারোহে এসো হে পরমতর,

সুন্দর এসো হে ।

যে পথে সকাল সাঁঝে

ফুলেরও সুবাস

যে পথে সকাল সাঁঝে

ফুলেরও সুবাস

যে পথে বিরহ মিছিল

তিমিরই, তিমিরই অবকাল

সে পথ হয়ে

oooসে পথ হয়ে

এসো হে মনোহর, সুন্দর

এসো সুন্দর, এসো হে

সমারোহে এসো হে পরমতর,

সুন্দর এসো হে ।।

更多Shreya Ghoshal/Ishan Mitra熱歌

查看全部logo

猜你喜歡