menu-iconlogo
huatong
huatong
avatar

Behula - Lofi Remix

Shunno/Mashuq Haquehuatong
sirocco25huatong
歌詞
作品
ভাগ্য আমায় ছোবল মারে

রক্তে বিষের জ্বালা

তুমি আমার আঁধার রাতে

একশ তারার মালা

তোমার আমার এই কাহিনি

হাজার বছর ধরে

ভালোবাসার গান শোনাবে

প্রাচীন কোনো সুরে

ও বেহুলা

আমি মরলে

আমায় নিয়ে ভাসাইও ভেলা

ও বেহুলা

আমি মরলে

আমায় নিয়ে ভাসাইও ভেলা

ছাইড়া গেল স্বজন সুজন

তুমি তবু পাশে

তোমার মতন এমন করে

আর কে ভালোবাসে?

তোমার কায়া বড়ো মায়া

বটের ছায়া চোখে

আগলে রাখো বন্ধু আমায়

এই দুনিয়া থেকে

ও বেহুলা

আমি মরলে

আমায় নিয়ে ভাসাইও ভেলা

ও বেহুলা

আমি মরলে

আমায় নিয়ে ভাসাইও ভেলা

কালো মেঘে ডুবল আকাশ

বজ্র হানাহানি

আকাশ জানে তোমায় ভালো

বাসি কতখানি

কালো মেঘে ডুবলো আকাশ

বজ্র হানাহানি

আকাশ জানে তোমায় ভালো

বাসি কতখানি

ও বেহুলা

আমি মরলে

আমায় নিয়ে ভাসাইও ভেলা

ও বেহুলা

আমি মরলে

আমায় নিয়ে ভাসাইও ভেলা

更多Shunno/Mashuq Haque熱歌

查看全部logo

猜你喜歡