menu-iconlogo
huatong
huatong
avatar

Katha Kichhu Kichhu Bujhe Nite Hoy

Shyamal Mitra/Arati Mukherjeehuatong
mysticmystifhuatong
歌詞
作品
কথা কিছু কিছু বুঝে নিতে হয়

ছবি : আনন্দ আশ্রম

গায়ক : আরতি মুখার্জী, শ্যামল মিত্র

সঙ্গীত : শ্যামল মিত্র

Part1 Female Singers

Part2 Male Singers

কথা কিছু কিছু বুঝে নিতে হয়

সে তো মুখে বলা যায় না

সে তো মুখে বলা যায় না

কথা কিছু কিছু বুঝে নিতে হয়

সে তো মুখে বলা যায় না

সে তো মুখে বলা যায় না

চোখের কথাই মনের কথা

চোখই মনের আয়না

কথা কিছু কিছু বুঝে নিতে হয়

সে তো মুখে বলা যায় না

সে তো মুখে বলা যায় না

মন আছে যার মনের কথা

সেই শুধু নেয় বুঝে

মুক্ত শুধু মেলে ওগো

অনেক ঝিনুক খুঁজে

বুঝলে ভালো না বুঝলেই

বাড়ে বুকের জ্বালা

কুঁড়ির থেকে হয় গো যে ফুল

ফুলের থেকেই মালা

সহজে ভালোবাসা কেউ পায় না

কথা কিছু কিছু বুঝে নিতে হয়

সে তো মুখে বলা যায় না

সে তো মুখে বলা যায় না

কিছু দুর্লভ গান যা এ নেই তা

আপনারা গাইতে পারেন এই আমার উদ্দেশ্য

ফুল ছাড়া আর কেই বা বোঝে

ভ্রমরেরি ভাষা

মধু খেতেই ভ্রমরের যে

ফুলের কাছে আসা

বোঝোনি কি এখন গো

দিলাম এ মন কারে

সাগর মাঝে এসে নদী

ফিরতে কি আর পারে

মন ছাড়া মন কিছু চায় না

কথা কিছু কিছু বুঝে নিতে হয়

সে তো মুখে বলা যায় না

সে তো মুখে বলা যায় না

চোখের কথাই মনের কথা

চোখই মনের আয়না

কথা কিছু কিছু বুঝে নিতে হয়

সে তো মুখে বলা যায় না

সে তো মুখে বলা যায় না

ধন্যবাদ

更多Shyamal Mitra/Arati Mukherjee熱歌

查看全部logo

猜你喜歡