menu-iconlogo
logo

Tomar Ghore Bosot Kore Koyjona

logo
歌詞
তোমার ঘরে বাস করে কারা, ও মন, জানো না

তোমার ঘরে বাস করে কারা, ও মন, জানো না

তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না

তোমার ঘরে বসত করে কয়জনা

তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না

তোমার ঘরে বসত করে কয়জনা

তোমার ঘরে বাস করে কারা, ও মন, জানো না

তোমার ঘরে বাস করে কারা, ও মন, জানো না

তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না

তোমার ঘরে বসত করে কয়জনা

তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না

তোমার ঘরে বসত করে কয়জনা

একজনে ছবি আঁকে একমনে, ও মন

আরেক জনে বসে বসে রঙ মাখে, ও মন

একজনে ছবি আঁকে একমনে, ও মন

আরেক জনে বসে বসে রঙ মাখে, ও

আবার সেই ছবিখান নষ্ট করে কোনজনা, কোনজনা

সেই ছবিখান নষ্ট করে কোনজনা, কোনজনা

তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না

তোমার ঘরে বসত করে কয়জনা

তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না

তোমার ঘরে বসত করে কয়জনা

একজনে সুর তোলে একতারে, ও মন

আরেক জনে মন্দিরাতে তাল তোলে, ও মন

একজনে সুর তোলে এক তারে, ও মন

আরেক জনে মন্দিরাতে তাল তোলে, ও

আবার বেসুরা সুর ধরে দেখো কোনজনা, কোনজনা

বেসুরা সুর ধরে দেখো কোনজনা, কোনজনা

তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না

তোমার ঘরে বসত করে কয়জনা

তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না

তোমার ঘরে বসত করে কয়জনা

রস খাইয়া হইয়া মাতাল

ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম

রস খাইয়া হইয়া মাতাল

ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম

সেই লাগামখানা ধরে দেখো কোনজনা, কোনজনা

লাগামখানা ধরে দেখো কোনজনা, কোনজনা

তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না

তোমার ঘরে বসত করে কয়জনা

তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না

তোমার ঘরে বসত করে কয়জনা

তোমার ঘরে বাস করে কারা, ও মন, জানো না

তোমার ঘরে বাস করে কারা, ও মন, জানো না

তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না

তোমার ঘরে বসত করে কয়জনা

তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না

তোমার ঘরে বসত করে কয়জনা

Tomar Ghore Bosot Kore Koyjona Somlata Acharyya Chowdhury/Somlata And The Aces - 歌詞和翻唱