menu-iconlogo
huatong
huatong
avatar

Mor Bina Othe

Srikanta Acharya/uploaded by Mrinal Kanti Paulhuatong
꧁🅜🅡🅘🅝🅐🅛꧂🌊L🧿M🎸huatong
歌詞
作品
Song:-Mor Bina Othe..

Singer;-Srikanta Acharya

মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি

কোন্ নব চঞ্চল ছন্দে।

মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি

মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয়স্পন্দে

মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি

কোন্ নব চঞ্চল ছন্দে।

মোর বীনা ওঠে কোন সুরে বাজি।

আসে কোন্ তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চলপ্রান্ত,

আলোকের নৃত্যে বনান্তে মুখরিত অধীর আনন্দে।

মোর বীনা ওঠে কোন সুরে বাজি

কোন নব চঞ্চল ছন্দে।

মোর বীণা ওঠে কোন সুর বাজি।

Suggested by Ruma paul(LOM Family-122958) upld by Mrinal Paul

অম্বরপ্রাঙ্গন মাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে

অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লবপুঞ্জে

কার পদপরশন-আশা

তৃণে তৃণে অর্পিল ভাষা।

কার পদপরশন-আশা

তৃণে তৃণে অর্পিল ভাষা।

সমীরণ বন্ধনহারা উন্মন কোন্ বনগন্ধে

মোর বীণা ওঠে কোন সুরে বাজি

কোন্ নব চঞ্চল ছন্দে।

মোর বীণা ওঠে কোন সুরে বাজি

Thanks for choosing my track

更多Srikanta Acharya/uploaded by Mrinal Kanti Paul熱歌

查看全部logo

猜你喜歡