menu-iconlogo
huatong
huatong
avatar

O Amar Desher Mati HD Karaoke (Stk)

Subhadip_Stkhuatong
★Subhadip_Stk™huatong
歌詞
作品
Song: O amar desher mati

Track: Subhadip

Track Type: Custom

================

ও আমার দেশের মাটি,

তোমার পরে ঠেকাই মাথা।

ও আমার দেশের মাটি,

তোমার পরে ঠেকাই মাথা।

তোমাতে বিশ্বময়ীর,

তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা..

ও আমার দেশের মাটি,

তোমার পরে ঠেকাই মাথা..।

ও আমার দেশের মাটি,

তোমার পরে ঠেকাই মাথা..।

Track: Subhadip

Follow: Subhadip_Stk

তুমি মিশেছো মোর দেহের সনে...

তুমি মিলেছো মোর প্রাণে মনে,

মিশেছো মোর দেহের সনে...

তুমি মিলেছো মোর প্রাণে মনে..,

তোমার ওই শ্যামলবরন

কোমল মূর্তি মর্মে গাঁথা..

ও আমার দেশের মাটি,

তোমার পরে ঠেকাই মাথা..।

ও আমার দেশের মাটি,

তোমার পরে ঠেকাই মাথা..।

Stk Custom Karaoke

=== Music ===

ওগো মা, তোমার কোলে, জনম আমার,

মরণ তোমার..বুকে..।

ও মা, তোমার কোলে জনম আমার,

মরণ তোমার.. বুকে..।

তোমার পরে খেলা আমার দুঃখে সুখে...

তুমি অন্ন মুখে তুলে দিলে....

তুমি শীতল জলে জুড়াইলে,

অন্ন, মুখে তুলে দিলে..

তুমি শীতল জলে জুড়াইলে..,

তুমি যে সকল-সহা,

সকল-বহা, মাতার মাতা..

ও আমার দেশের মাটি,

তোমার পরে ঠেকাই মাথা..।

ও আমার দেশের মাটি,

তোমার পরে ঠেকাই মাথা..।

Clean Hd Karaoke

অনেক তোমার খেয়েছি গো,

অনেক নিয়েছি মা,

ও মা, অনেক তোমার খেয়েছি গো,

অনেক নিয়েছি মা,

তবু জানি নে যে, কী বা তোমায় দিয়েছি মা..

আমার জনম গেল বৃথা কাজে...

আমি কাটানু দিন ঘরের মাঝে,

জনম গেল বৃথা কাজে...

আমি কাটানু দিন ঘরের মাঝে,

তুমি বৃথা আমায়, শক্তি দিলে শক্তিদাতা..

ও আমার দেশের মাটি,

তোমার পরে ঠেকাই মাথা..।

ও আমার দেশের মাটি,

তোমার পরে ঠেকাই মাথা..।

তোমাতে বিশ্বময়ীর,

তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা..

ও আমার দেশের মাটি,

তোমার পরে ঠেকাই মাথা..।

ও আমার দেশের মাটি,

তোমার পরে ঠেকাই মাথা..।

=====সমাপ্ত=====

====ধন্যবাদ====

更多Subhadip_Stk熱歌

查看全部logo

猜你喜歡