menu-iconlogo
huatong
huatong
avatar

Chele Tor Kokra Kokra Chule

Sumi Shabnamhuatong
꧁❤༆Eɳɠɾ.Sαԃɱαɳ💎dღ๛huatong
歌詞
作品
Chele Tor Kokra Kokra Chule By Sumi Shabnam

ছেলে তোর কোকরা কোকরা চুলে

যেনো সমুদ্র ঢেউ খেলে

তোর কোকরা কোকরা চুলে

যেনো সমুদ্র ঢেউ খেলে।

সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে

সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে।

ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে

যখন বিড়ির ধোয়া উঠে

তোর গোলাপ গোলাপ ঠোঁটে

যখন বিড়ির ধোয়া উঠে।

সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে

সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে।

আরে লাখ বেলকি চোখে মুখে

ছু মন্ত্র সু জাদুর কাঁটি

হাতে নিয়ে দিলাম তোরে ফু।

চান্দের বুরি থুর থুরিয়া

চরকা কাটে না আবাল তাবল

ভাব ধরিলে ফ্যাশন যে হয় না

বন্ধুরে তোর হাতে দরি

আমার মাথা খা বেলকি বাজি

ছাড়ান দিয়া ভালো হয়ে যা।

হাতে বালা গলায় মালা

কানে দিয়ে দুল

বুক খোলা শাট পরিয়া

পকেটে নেও ফুল।

মোরগের মাথার মতো

কাটিং মারো চুল

বন্ধু হে হে।

মেন হোলের ডাকনা মতো

হাতে পরো ঘড়ি

পকেটে থাকে না তোমার

কোন কানা কড়ি।

গলা ছিলা মুরগির মতো

গোপে মারো কাট

বন্ধু হে।

ছেলে তোর প্রেমে পড়ার কারন

তোর শ্যামলা শ্যামলা বরন

তোর প্রেমে পড়ার কারন

তোর শ্যামলা শ্যামলা বরন

অই শ্যামলা গালের কালো

দাড়ি ভাল লাগে

অই শ্যামলা গালের কালো

দাড়ি ভাল লাগে।

বন্ধু রে এ এ এ...

খুশি মতো চশমা পরে

এই দিক ওই দিক চাও

ভুল ভাবে মাঝে মাঝে

ইংলিশে গান গাও

মাইয়া দের ছবি লাগাইয়া

ফেইসবুক ও চালাও বন্ধু হে।

আরে বাপেরও হোটেলে খাইয়া

বাইক নিয়া ঘুরো

সুন্দরী মাইয়া দেখিলে

মুসকি হাসি মারো

কুঁজো হয়ে হেটে ভাবো

লাগতাছে ফিটফাট বন্ধু হে।

ছেলে তোর নেশা নেশা চোখে

যেন আগুন জ্বলে বুকে

ওই নেশা নেশা চোখে

যেন আগুন জ্বলে বুকে।

সেই আগুনে পুড়তে আমার ভাল লাগে

সেই আগুনে পুড়তে আমার ভাল লাগে।

ছেলে তোর কোকরা কোকরা চুলে

যেনো সমুদ্র ঢেউ খেলে

তোর কোকরা কোকরা চুলে

যেনো সমুদ্র ঢেউ খেলে।

সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে

সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে।

ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে

যখন বিড়ির ধোয়া উঠে

তোর গোলাপ গোলাপ ঠোঁটে

যখন বিড়ির ধোয়া উঠে।

সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে

সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে।

সেই ধোয়া দেখিতে আমার ভাল্লাগে

ওই শ্যামলা গালের কালো দাঁড়ি ভালো লাগে

সেই আগুনে পুড়তে আমার ভাল্লাগে

সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে এ এ এ...

ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে

যখন বিড়ির ধোয়া উঠে

তোর গোলাপ গোলাপ ঠোঁটে

যখন বিড়ির ধোয়া উঠে।

সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে

সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে।

更多Sumi Shabnam熱歌

查看全部logo

猜你喜歡