menu-iconlogo
logo

Bristy Chuye

logo
歌詞
️(Brishti Chuye) ️

️ ️

একি সে অধরে ছোঁয়া পড়েছে,

তাই তো এ মন মৃদু হেসেছে

একই সে চোখেতে ধরা পড়েছে,

তাই তো এ ক্ষণ আজ মেতেছে

তোমায় হলো ফিরে পাওয়া,

আপন করে চাওয়া।

বৃষ্টি ছুঁয়ে, আরো প্রেম নিয়ে,

দুটি মন আজ, একি সাথে ভিজছে

বৃষ্টি ছুঁয়ে, আরো প্রেম নিয়ে,

দুটি মন আজ, একি সাথে ভিজছে

️ ️ ️ ️ ️

রিমঝিম বারিষে যায়নি জানা,

কি করে ইচ্ছেরা মেললো ডানা

রিমঝিম বারিষে যায়নি জানা,

কি করে ইচ্ছেরা মেললো ডানা

তোমায় হলো ফিরে পাওয়া,

আপন করে চাওয়া..

বৃষ্টি ছুঁয়ে, আরো প্রেম নিয়ে,

দুটি মন আজ, একি সাথে ভিজছে

বৃষ্টি ছুঁয়ে, আরো প্রেম নিয়ে,

দুটি মন আজ, একি সাথে ভিজছে

️ ️ ️ ️ ️

প্রেম সে কি কয় কথা, রাত্রি দুপুর,

থেকে থেকে সুর তোলে, আমার নুপুর

প্রেম সে কি কয় কথা রাত্রি দুপুর,

থেকে থেকে সুর তোলে তোমার নুপুর

তোমায় হলো ফিরে পাওয়া,

আপন করে চাওয়া..

বৃষ্টি ছুঁয়ে, আরো প্রেম নিয়ে,

দুটি মন আজ, একি সাথে ভিজছে

বৃষ্টি ছুঁয়ে, আরো প্রেম নিয়ে,

দুটি মন আজ, একি সাথে ভিজছে

️Thank You ️

Bristy Chuye Tahsan/Moutusi - 歌詞和翻唱