menu-iconlogo
huatong
huatong
avatar

Amar mon bose na sohore - তাইতো আইলাম সাগরে - Taito Ailam Sagore

Tasrif Khanhuatong
༆𝐉𝕀𝔹✿ℕ🎸𝐑✿𝕐🦋⃟࿐huatong
歌詞
作品
আমার মন বসে না শহরে

ইট পাথরের নগরে

তাই তো আইলাম সাগরে

তাই তো আইলাম সাগরে

মন বসে না শহরে

ইট পাথরের নগরে

তাই তো আইলাম সাগরে

তাই তো আইলাম সাগরে

এই সাগরপাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে

এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে

এই সাগরপাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে

এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে

পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে

পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে

ঝিনুক মালা গাঁইথা কাটায় দিতাম জীবনটারে

আমার মন বসে না শহরে

ইট পাথরের নগরে

তাই তো আইলাম সাগরে

তাই তো আইলাম সাগরে

এই নীল জলেতে ভাসায় দেবো মনের দুঃখ যতো

আর জল দিয়া পূরণ করিবো হাজার শুকনো ক্ষত

এই নীল জলেতে ভাসায় দেবো মনের দুঃখ যতো

আর জল দিয়া পূরণ করিবো হাজার শুকনো ক্ষত

পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে

পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে

ঝিনুক মালা গাঁইথা কাটায় দিতাম জীবনটারে

আমার মন বসে না শহরে

ইট পাথরের নগরে

তাই তো আইলাম সাগরে

তাই তো আইলাম সাগরে

মন বসে না শহরে

ইট পাথরের নগরে

তাই তো আইলাম সাগরে

তাই তো আইলাম সাগরে

মন বসে না শহরে

ইট পাথরের নগরে

তাই তো আইলাম সাগরে

তাই তো আইলাম সাগরে

更多Tasrif Khan熱歌

查看全部logo

猜你喜歡