menu-iconlogo
huatong
huatong
topu-valobasha-shunechi-ja-cover-image

Valobasha Shunechi Ja

Topuhuatong
💥Mr-Charming💥huatong
歌詞
作品
Arranged by 💥Mr-Charming💥  - Charming People Family

ভালবাসা শুনেছি যা,সাগর তীরে বসে থাকা

নিচু স্বরে কথা বলা,নোনতা বাতাস

তুমি এলে শেখাবো যা,বালু দিয়ে ঘর গড়া

সে ঘরেতে তোমার আমার বসবাস।

দেখেছো পাহাড়,দেখেছ নদী-আকাশ

দেখাবো তোমায় চাঁদের অন্যপাশ..

এই রাত,এ আধার,সবই মিছে তাই

কোনো এক,ভোরে,তোমাকেই চাই

তোমাকেই চাই

আমি আরো দেখেছি যা,হাত ধরে হেটে চলা

সোজা পথ,দৃষ্টি সমান্তরাল

আমরাও হাঁটব ঠিকই,মাঝে মাঝে থেমে যাব

মুখো-মুখি চেয়ে রব,অনন্তকাল

এসো খেলি আজ নতুন এক খেলা

দুদলেরি হেরে যাবার,প্রতিযোগিতা

এই রাত,এ আধার,সবই মিছে তাই

কোনো এক,ভোরে,তোমাকেই চাই

তোমাকেই চাই

Arranged by 💥Mr-Charming💥  - Charming People Family

পুরোনো অভিনয়ে,পিছু থেকে চোখ ধরা

প্রশ্ন আমার,বলো তো কে?

তুমিও হাত ধরে,না বোঝার ভান করে

বলবে, চিনি না তোমাকে

ভালবাসা না-কি দু'জনের ফাঁকি

দলছুট দু'জনের ছবি আঁকাকি

এই রাত,এ আধার,সবই মিছে তাই

কোনো এক,ভোরে,তোমাকেই চাই

তোমাকেই চাই

তোমাকেই চাই

তোমাকেই চাই

তোমাকেই চাই

তোমাকেই চাই

তোমাকেই চাই

তোমাকেই চাই

***Spread Love***

更多Topu熱歌

查看全部logo

猜你喜歡