menu-iconlogo
huatong
huatong
avatar

Bandhu Tomae

Upalhuatong
mickilynnhuatong
歌詞
作品
চন্দ্রবিন্দু - বন্ধু তোমায়

ছেড়া ঘুড়ি রঙ্গিন বল

এই টুকুই সম্বল

আর ছিল রোদ্দুর এ পাওয়া বিকেল বেলা

বাজে বকা রাত্রি দিন

Asterix tintin

এলোমেলো কথা উড়ে যেত

হাসির ঠেলায়

সে হাসি ছুটে যেত গৌধুলি মিছিলে

সবার অলক্ষেতে তুমিও কি ছিলে

হাওয়ায় হাওয়ায়

হাওয়ায় হাওয়ায়

বন্ধু তোমায় এ গান শোনাব

বিকেল বেলায়

আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়

গল্পের মত ইস্কুল বাড়ি

জমে ওঠা ক্ষত

খেলবনা আড়ি

সে খেলা কানা গলি

রোজ চুপিসারে

এবং আগুন ছিল লাস্ট counter - এ

বইমেলা গুলো তার গি শ্রেয়সী

চেনা মুখগুলো পরিচিত হাসি

সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে

সাহসী চুম্বন আজো পারেনিশে

ছেড়া ছবি ফটিক জল

এইটুকুই সম্বল

বাদবাকি রোদ চলে যাওয়া বিকেল বেলা

এক ঘেয়ে ক্লান্ত দিন

Tancus asperin

যানজট এ দেরী হয়ে গেল বিকেল বেলা

মরা মাছের চোখ যায় যতদুরে

শুকানো জলছবি আজো রোদ্দুরে

更多Upal熱歌

查看全部logo

猜你喜歡

Bandhu Tomae Upal - 歌詞和翻唱